‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও’ কবিতার মাধ্যমে পরিবেশ দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরচিত কবিতার মাধ্যমে সকলকে পরিবেশ দিবসের শুভেচ্ছা জানান।

Must read

আজ বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলার অঙ্গীকার করার মাধ্যমে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। জানা যাচ্ছে, ১৯৭২ সালের ৫ জুন, সুইডেনের মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হল, ভূমি পুনরদ্ধার, মরুকরণ এবং ক্ষরা প্রতিরোধ। খরা প্রবণ এলাকাগুলিকে নতুন করে সবুজ করে তোলার মাধ্যমে এবার পালন করা হবে বিশ্ব পরিবেশ দিবস। এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরচিত কবিতার মাধ্যমে সকলকে পরিবেশ দিবসের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন-২ কেন্দ্রীয় মন্ত্রীর মেরুদণ্ড ভেঙেছে মানুষ

তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি কবিতা লেখেন। তিনি লেখেন, সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী, সবুজই আমাদের প্রেরণা, সবুজই আমাদের রক্ষক। আমাদের লক্ষ্য সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী। তাই আমরা বলি –

সবুজ বাঁচাও, সবুজ দেখাও,
সবুজের মাঝে বিবেক জাগাও
সবুজ ধ্বংস করো না
সৃষ্টিকে উপড়ে দিও না
ওরাও তো বাঁচতে চায়
ওরাও তো হাসতে চায়
ওদের মুখে হাসি ফোটাও
নূতন যুগের আহ্বানে
নব প্রজন্মের প্রাণের টানে
নূতন চলেছে নূতনের সন্ধানে
মুক্তি চলেছে শান্তির বন্ধনে
সবুজ চলেছে যুগের আহ্বানে
সবুজের রঙে লাল কখনো হয়না
বসন্তের সৌরভ সবুজের বড় পাওনা –
ওরাও তো খেলতে চায়
ওরাও তো আলো দেখায়
তাই ওদের বুকে এসো সোনা ঝরাও
সবুজ বাঁচাও, সবুজ দেখাও।

সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা।

 

 

Latest article