পাইলটদের মাউথওয়াশ, টুথজেল ব্যবহারে নিষেধাজ্ঞা ডিজিসিএর

Must read

প্রতিবেদন : বিমান চালকদের জন্য বুধবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)। সংস্থার তরফে জানানো হয়েছে, বিমান চালকরা ডিউটি চলাকালীন মাউথওয়াশ, টুথজেলের মতো কোনও পদার্থ ব্যবহার করতে পারবেন না যাতে অ্যালকোহল রয়েছে। এবিষয়ে পরীক্ষা-নিরীক্ষার পর একটি সংশোধিত মানদণ্ড প্রকাশ করা হয়েছে ডিজিসিএ’র তরফে।
বুধবার জারি করা বিবৃতিতে ডিজিসিএ (DGCA) জানিয়েছে, অ্যালকোহলযুক্ত উপাদানের সঙ্গে মাউথওয়াশ বা টুথজেল ব্যবহার করলে ব্রেথ অ্যানালাইজার টেস্টে পজিটিভ ফল আসতে পারে। বিমান পরিবহণ আরও নিরাপদ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিসিএ জানিয়েছে, বাণিজ্যিক বিমান পরিবহণ সংস্থার থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতেই এই বিধিনিষেধ জারি হয়েছে। প্রথমে সুগন্ধী পারফিউমকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে চূড়ান্ত তালিকায় তা বাদ দেওয়া হয়। নতুন নির্দেশিকায় বিমান নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, বিমান ক্রুদের কোনও সদস্য কোনও ওষুধ/ফর্মুলেশন সেবন করবেন না বা মাউথওয়াশ/টুথজেল বা অ্যালকোহল রয়েছে এমন কোনও পণ্য ব্যবহার করবেন না। যে কোনও ক্রু সদস্যকে এই ধরনের ওষুধ গ্রহণ করার আগে কোম্পানির চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।
ডিজিসিএর মতে, ফুয়েল সেল প্রযুক্তি সহ শ্বাস বিশ্লেষক সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই সংক্রান্ত এজেন্সিগুলির পর্যবেক্ষণ ও পরিদর্শনের একটি প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিমান সংস্থাগুলিকে সুবিধা দেওয়ার জন্য ডিজিসিএ ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার অধীনে ইউনিটগুলির সুযোগ বাড়িয়েছে। ফ্লাইট ডিউটি নেওয়ার আগে ক্রু এবং সাপোর্ট স্টাফের প্রতিটি সদস্যকে বিমানবন্দরে এই শ্বাস পরীক্ষা আবশ্যিকভাবে করাতে হবে।

আরও পড়ুন- অ্যাপলকে তলব করতে পারে কমিটি

Latest article