মুম্বই, ৩০ অগাস্ট : ইংল্যান্ড সফরের আগে ঝুলন গোস্বামীকে প্রশংসায় ভরিয়ে দিলেন হরমনপ্রীত কৌর। মঙ্গলবার মিডিয়ার মুখোমুখি হয়ে হরমনপ্রীত কোনও রাখঢাক না করেই জানালেন, ঝুলনের জায়গা কেউ নিতে পারবে না। একই সঙ্গে আগামী ২৪ সেপ্টেম্বর ঐতিহাসিক লর্ডসে আয়োজিত তৃতীয় একদিনের ম্যাচই যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৩৯ বছরের ঝুলনের বিদায়ী মঞ্চ হতে চলেছে, তাও জানিয়ে দিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন।
আরও পড়ুন-বাগদার সভায় কেন্দ্রকে তুলোধোনা চন্দ্রিমার
হরমনপ্রীত বলেন, ‘‘ক্রিকেটের প্রতি ঝুলনের দায়বদ্ধতা অসাধারণ। এই বিষয়ে কেউ ওকে হারাতে পারবে না। ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সত্যি কথা বলতে কী, ওর জায়গা কেউ নিতে পারবে না। এখনও নেটে ও যেভাবে পরিশ্রম করে, তা এক কথায় অবিশ্বাস্য।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘এই প্রজন্মের বহু মেয়ে ঝুলকে দেখেই ক্রিকেটার হওয়ার প্রেরণা পেয়েছে। আমার সৌভাগ্য, ওর মতো সিনিয়রের সান্নিধ্য পেয়েছি।’’
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর মহামিছিলে বাজবে বেলডাঙার ঢাকের বাদ্যি
হরমনপ্রীতের সংযোজন, ‘‘আমি যখন জাতীয় দলে প্রথমবার খেলার সুযোগ পাই, তখন ক্যাপ্টেন ছিল ঝুলন। এবার আমার নেতৃত্বে ও নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ খেলবে। এটা আমার কাছে বিরাট বড় সম্মান। ওর বিদায়ী সিরিজ যাতে স্মরণীয় হয়ে থাকে, তারজন্য আমরা সবাই নিজেদের উজাড় করে দেব। লর্ডসের ওই ম্যাচটা আমাদের কাছে ঝুলনের জন্যই স্পেশ্যাল।’’ প্রসঙ্গত, ইংল্যান্ড সফরে তিনটি করে টি-২০ এবং ওয়ানডে ম্যাচ খেলবেন হরমনপ্রীতরা। টি-২০ সিরিজ শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর। ঝুলন রয়েছেন ওয়ানডে দলে। যা শুরু হবে ১৮ সেপ্টেম্বর। মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি (২০১ ম্যাচে ২৫২টি) ঝুলনকে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল মহিলা বিশ্বকাপে।