নয়াদিল্লি, ১৪ অক্টোবর : সৌরভ-বিতর্কে এবার মুখ খুললেন অরুণ ধুমল। বলে দিলেন বোর্ডে কেউ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একটি শব্দও বলেননি। বরং সবকিছু তাঁর সঙ্গে আলোচনা করেই হয়েছে। ‘‘স্বাধীন ভারতে কোনও বোর্ড সভাপতি তিন বছরের বেশি চেয়ারে থাকেননি। বোর্ডের কিছু সদস্য দাদার বিরুদ্ধে গিয়েছিল বলে মিডিয়াতে যা বলা হচ্ছে, তা একেবারে ভিত্তিহীন।” বক্তব্য বিদায়ী কোষাধক্ষ্যের।
আরও পড়ুন-সরকারি প্রকল্প নিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করবে রাজ্য
এমনকি, ধুমল এ-ও বলেছেন যে সৌরভ আইপিএল চেয়ারম্যান হতে রাজি হলে তিনি বোর্ডের নতুন কমিটিতে থাকার সুযোগ পেতেন না। ১৮ অক্টোবর এজিএমে ব্রিজেশ প্যাটেলের জায়গায় নতুন আইপিএল চেয়ারম্যান হতে চলেছেন ধুমল। এই প্রস্তাব আগে সৌরভকে দেওয়া হয়েছিল। একবার বোর্ড সভাপতি থাকার পর তিনি কোনও সাব কমিটির মাথায় বসতে রাজি হননি।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দেশের অন্যতম সেরা অধিনায়কের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পরই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। তবে সৌরভ আগেরদিন কলকাতায় এক অনুষ্ঠানে বলেছেন, কেউ চিরকাল এক পদে থাকে না। আগামি দিনে নতুন কোনও দায়িত্বে দেখা যাবে তাঁকে। এরপরই এই বিষয়ে মুখ খুলেছেন ধুমল। তিনি বলেছেন, সৌরভের জমানায় গত তিন বছরে, বিশেষ করে কোভিডের চ্যালেঞ্জের মধ্যে বোর্ড যেভাবে চলেছে তাতে সবাই সন্তুষ্ট। ‘‘দাদার অসাধারণ ক্রিকেট কেরিয়ার। দারুণ লিডার। প্রশাসক হিসাবেও সবাইকে নিয়ে কাজ করেছেন।” আরও বলেছেন ভাবী আইপিএল চেয়ারম্যান।
আরও পড়ুন-ফের ভাষা-সন্ত্রাস দিলীপের মুখে
ধুমলের আরও দাবি, আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে রজার বিনিকে সভাপতি বাছা হয়েছে। তাঁর এখন ৬৭। তিন বছর পর ৭০ হয়ে গেলে এই দায়িত্ব নেওয়ার সুযোগ থাকত না। এটা নিয়ে সৌরভের সঙ্গেও কথা হয়েছে ’৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যের। কোষাধ্যক্ষ হিসাবে তাঁর জমানায় দুটি নতুন আইপিএল দল এনে ১২ হাজার কোটি টাকা তুলে আনাকে বিরাট সাফল্য বলে দাবি করেছেন ধুমল। সেইসঙ্গে আইপিএল মিডিয়া রাইটস থেকে পাঁচ বছরে উঠে আসবে ৪৮,৩৯০ কোটি টাকা।