বর্ধমানে পাথর ছোঁড়া হয়নি

Must read

সংবাদদাতা, হাওড়া : বাংলায় বন্দে ভারতে (Vande Bharat Express) কোনও পাথর বা ইট ছোঁড়া হয়নি। সোমবার রেলের তরফে স্পষ্ট করে একথা জানিয়ে দেওয়া হল। তবুও একটি সংবাদমাধ্যমে এদিন বর্ধমান ঢোকার আগে আপ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে বলে প্রচার করা হয়। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সাফ জানিয়ে দেন এদিন আপ বন্দে ভারত এক্সপ্রেসে এমন কোনও ঘটনাই ঘটেনি। তিনি বলেন, ‘‘আমি দায়িত্ব নিয়ে বলছি সোমবার শুধু বর্ধমান ঢোকার আগেই নয়, আপ বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথের কোথাও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। এদিন স্বাভাবিক সময়েই ট্রেনটি চলছে।’’ তবুও বর্ধমান ঢোকার আগে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোঁড়া হয় বলে পরিকল্পিতভাবে প্রচার চালানো হচ্ছে। এর নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সমবায়মন্ত্রী অরূপ রায় অভিযোগ জানিয়ে বলেছেন, ‘বিজেপি বাংলাকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এটা রটাচ্ছে। যদিও রেলের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, বাংলায় বন্দে ভারতে কোনও পাথর ছোঁড়া হয়নি। এই থেকেই বোঝা যাচ্ছে পুরোটাই চক্রান্ত করে করা হচ্ছে।’ শুধু তাই নয়, রবিবার রাতে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস বারসই স্টেশন ছাড়তেই সি-১১ বগিতে পাথর ছোঁড়া হয়েছিল বলে যা প্রচার করা হয়েছিল সেটিও যথাযথ কি না খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ওই বগির জানলার কাচের দাগ ও স্ক্র্যাচ আদৌ পাথর ছোঁড়ার জন্য হয়েছে কি না তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি পাথর ছোঁড়ার জন্য হয়নি বলেই মনে করছে রেল। তবে এই ব্যাপারে আরও নিশ্চিত হতে প্রয়োজনে ফরেনসিক পরীক্ষা করানো হবে। এক্ষেত্রেও পাথর ছোঁড়ার বিষয়টি পরিকল্পিতভাবে ছড়ানো হয়ে থাকতে পারে। উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল ডিভিশনের সঙ্গে পূর্ব রেলের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন।

আরও পড়ুন-আইন মানেনি সিবিআই, দুর্নীতি মামলায় জামিন চন্দা কোচারের

Latest article