প্রতিবেদন : তিন সপ্তাহের মধ্যে প্রথম সারির দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে ইতিমধ্যে পথে নেমেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ বিরোধীরা। বিরোধীদের এই কটাক্ষকে ‘অসভ্যতা’ আখ্যা দিয়ে দলীয় কর্মীদের মুখ বন্ধ রাখার আর্জি জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-গোড়ালির চোটে ছিটকে গেলেন সিন্ধু, বিশ্ব চ্যাম্পিয়নশিপ
শনিবার সাংবাদিক বৈঠক করে ফিরহাদ দলের কর্মী সমর্থকদের বলেন, ‘‘ধৈর্য হারাবেন না।’’ কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠক করে ফিরহাদ জানান, আমার বিরোধী বন্ধুরা অসভ্যতা করেছেন। আমাদের প্রত্যেকেরই একটা সামাজিক সম্মান আছে। সেই সম্মানটা মানুষের কাছে হরণ করে দেওয়ার অধিকার দেশের সংবিধানে দেওয়া হয়নি। মানুষ ঠিক করবে কোনটা ঠিক, কোনটা ভুল। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর যেভাবে রাজ্য জুড়ে বিজেপি, সিপিএম-সহ বিরোধীরা ঢাক, গুড়-বাতাসা, নকুলদানা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাতে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশের ধৈর্যের বাঁধ ভাঙছে। কোনও কোনও ক্ষেত্রে বিরোধীদের কটাক্ষের জবাব তাঁরাও কড়া ভাষায় দিচ্ছেন। ইতিমধ্যে বীরভূম সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় দলীয় কর্মী-সমর্থকদের কিছু বেফাঁস মন্তব্য সামনে এসেছে। আর তারই পরিপ্রেক্ষিতে
আরও পড়ুন-আজ পোগবাদের সামনে চেন্নাইয়িন
এদিন সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম জানান, বিরোধীদের আচরণে দলীয় নেতা-কর্মীরা অসহিষ্ণু হয়ে উঠছেন। এরপরই দলীয় কর্মীদের তিনি আবেদন করে বলেন, তবে এদিন ফিরহাদ মনে করিয়ে দেন, কোনও দলীয় কর্মী হিংসার পথ ধরলে তা কোনওভাবেই দল বরদাস্ত করবে না। তিনি বলেন, ইনটলারেন্স আমরা কখনই সমর্থন করি না।