আজ পোগবাদের সামনে চেন্নাইয়িন

ডুরান্ড কাপের জন্য অনেক আগে কলকাতায় এসে প্রস্তুতি শুরু করেছে চেন্নাইয়িন। যদিও প্রথম প্রদর্শনী ম্যাচে মহামেডানের কাছে তারা হেরেছে।

Must read

প্রতিবেদন : মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচে মহামেডানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছিল মোহনবাগান। জনি কাউকো জোড়া গোল করে জিতিয়েছিলেন দলকে। ডুরান্ড কাপের আগে রবিবার শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে জুয়ান ফেরান্দর দল। ফ্লোরেন্তিন পোগবাদের প্রতিপক্ষ আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি। ম্যাচটি নৈশালোকে হবে মোহনবাগান মাঠে সন্ধ্যা ৬টা থেকে। ক্লাব সদস্যরা সদস্য কার্ড দেখিয়ে ম্যাচ দেখতে পারবেন।

আরও পড়ুন-শহরে এসেই মাঠে কিরিয়াকৌ

ডুরান্ড কাপের জন্য অনেক আগে কলকাতায় এসে প্রস্তুতি শুরু করেছে চেন্নাইয়িন। যদিও প্রথম প্রদর্শনী ম্যাচে মহামেডানের কাছে তারা হেরেছে। প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিদ্বন্দ্বিতার আবহে দুই দলই নিজেদের শক্তি, দুর্বলতা পরখ করে নিতে চায়। ফুটবলারদের কন্ডিশনে আনতে দু’বেলা অনুশীলন করাচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। কয়েকজন ফুটবলারের জ্বর, অসুস্থতা সবুজ-মেরুনের প্রস্তুতিতে প্রভাব ফেলে। আশিক কুরুনিয়ন সুস্থ হয়ে শনিবার অনুশীলনে যোগ দিয়েছেন। তবে অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল এখনও সুস্থ হয়ে মোহনবাগান অনুশীলনে যোগ দিতে পারেননি। কোচ জুয়ান আক্রমণাত্মক ফুটবলের উপর জোর দিচ্ছেন। হুগো বৌমাস, জনি কাউকোদের সঙ্গে মনবীর সিং, লিস্টন কোলাসোদের দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার মহড়া চালাচ্ছেন জুয়ান। রক্ষণে পোগবার সঙ্গে প্রীতম কোটাল, সুমিত রাঠি, কার্ল ম্যাকহিউদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর চেষ্টায় বাগান কোচ।

Latest article