প্রতিবেদন : পুজোর মরশুমে টানা সাড়ে পাঁচ ঘণ্টা কাটা যাবে না ট্রেনের টিকিট। ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় শাখার কোনও জোনেই আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার রাত ১১টা ৪৫ থেকে ২৫ সেপ্টেম্বর রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আসন সংরক্ষণ করা যাবে না। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর জানিয়েছেন।
আরও পড়ুন-পুজোয় বৃষ্টি নয়
তিনি বলেন, ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (পিআরএস)-এর তথ্যভাণ্ডারে কাজ চলার জন্যই টিকিট সংরক্ষণের কাজ স্থগিত রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীরা ইন্টারনেটে বা অন্য কোনও উপায়েই আসন সংরক্ষণ করতে পারবেন না। এমনকী ট্রেনের সূচি-সহ অন্য কোনও বিষয় অনুসন্ধানও করতে পারবেন না। তবে শুধু পূর্ব রেলের ক্ষেত্রেই যে তা কার্যকর হবে তেমনটা নয়। পূর্বাঞ্চলীয় শাখার অন্তর্গত দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, উত্তর সীমান্ত রেলের ক্ষেত্রেও এই বিধিনিষেধ বলবৎ থাকবে। অতীত অভিজ্ঞতা বলে, রেল এ ধরনের কাজ আগে করলেও, পরবর্তীতে গোটা ব্যবস্থাটাই চালু হতে দীর্ঘ সময় লেগে যায়। এর ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…