শুধুই টিকাকরণে শীর্ষে নয়, করোনা টিকার প্রতি ডোজের সদ্ব্যবহারের ক্ষেত্রেও এগিয়ে বাংলা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতেই জানানো হয়েছে এই তথ্য। কেন্দ্রের এই পরিসংখ্যানেই স্পষ্ট হয়েছে, রাজ্যের টিকাকরণের গতি এবং টিকার ডোজের ব্যবহার নিয়ে বিজেপির অভিযোগ কতখানি অন্তঃসারশূন্য৷
আরও পড়ুন : বাংলা জয়ের পর প্রথম দিল্লি সফরে নেত্রী
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যানে গত ১ মে থেকে ১৩ জুলাইয়ের মধ্যে টিকাকরণের নিরিখে রাজ্যগুলির অগ্রগতি তুলে ধরা হয়। সেখানেই দেখানো হয়েছে, এই আড়াই মাস সময়ে পশ্চিমবঙ্গে করোনা টিকার একটি ডোজও নষ্ট হয়নি। গোটা দেশে টিকাকরণের নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্য। এই সময়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৪ লক্ষ ৮৭ হাজার ১৪৭ টি ডোজ দেওয়া হয়েছে বঙ্গে। অন্যদিকে বিহার বা উত্তরপ্রদেশ যেখানে অনেক বেশি পরিমাণে টিকা বরাদ্দ করেছে কেন্দ্র, সেখানে টিকার ডোজ নষ্ট হওয়ার পরিমাণও অনেক বেশি।
আরও পড়ুন : ভিন রাজ্য থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন, রয়েছে উত্তরপ্রদেশ-গুজরাতও!
কেন্দ্র জানিয়েছে, ওই আড়াই মাসে বিহারে মোট ১ লক্ষ ২৬ হাজার ৭৪৩ টি ডোজ নষ্ট হয়েছে। উত্তর প্রদেশে টিকা নষ্ট হয়েছে ১৩ হাজারের বেশি।