বিচারক বিচার চাইছেন। কিন্তু পাচ্ছেন না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের কাছে যৌন হেনস্থার শিকার মহিলা বিচারপতি। ৬মাস আগে বিচার চেয়েছিলেন। পাননি। তাই নিজের জীবন শেষ করে দেওয়ার অনুমতি চেয়ে এবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে খোলা চিঠি পাঠালেন উত্তরপ্রদেশের এক নিম্ন আদালতে কর্মরত মহিলা বিচারক (Woman judge)।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে ওই মহিলা বিচারপতি (Woman judge) লিখেছেন, বহু দিন ধরে ন্যায়বিচার চেয়েও পাননি তিনি। তাই আর সুষ্ঠু তদন্তের করেন না। এই কারণে প্রধান বিচারপতির কাছে জীবন শেষ করে দেওয়ার অনুমতি চেয়েছেন। চিঠি প্রকাশ্যে আসার পর সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে এলাহাবাদ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। খুব তাড়াতাড়ি সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন- অসমের সেনা শিবিরের সামনে বিস্ফোরণের দায় নিল আলফা
মহিলা বিচারক চিঠিতে অভিযোগ করেছেন, তাঁর উপর হওয়া নির্যাতনের তদন্তটুকুও হয়নি। “আমি যৌন হয়রানির শিকার হয়েছি। আমার সঙ্গে একেবারে আবর্জনার মতো ব্যবহার করা হয়েছে। আর তাই এই প্রাণহীন ও আত্মাহীন দেহকে বয়ে নিয়ে যাওয়ার আর কোনও মানে হয় না। দয়া করে সম্মানের সঙ্গে আমাকে আমার জীবন শেষ করার অনুমতি দিন।’’ একই সঙ্গে ওই চিঠিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের ‘সিস্টেমের বিরুদ্ধে লড়াই’ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।