সাহিত্যে নোবেল পেলেন ফরাসি সাহিত্যিক অ্যানি

Must read

প্রতিবেদন : ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize 2022) পেলেন ফরাসি লেখক অ্যানি এরনক্স (French writer Annie Ernaux)। শ্রেণি এবং লিঙ্গ পরিচিতি নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত উপন্যাসের জন্য অ্যানি এরনক্সের নাম নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করেছে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। বৃহস্পতিবারই সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হয়। সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন। সে কারণেই সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান দেওয়া হল তাঁকে।

আরও পড়ুন-আটমাসের শিশুকন্যা-সহ ভারতীয় বংশোদ্ভূত চারজনকে অপহরণ করে খুন

প্রসঙ্গত অ্যানি এরনক্স (French writer Annie Ernaux) ৩০টিরও বেশি উপন্যাস লিখেছেন। ৮২ বছর বয়সি এই ফরাসি সাহিত্যিকের লেখায় ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোন থেকে জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলি উঠে এসেছে। ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর অ্যানি এরনক্স জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্য মূলত আত্মজীবনীমূলক ও সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। নোবেল জয়ী ফরাসি সাহিত্যিক মনে করেন, লেখালেখি একটি রাজনৈতিক কাজ, যা সামাজিক বৈষম্যের প্রতি মানুষের চোখ খুলে দেয়। সেই উদ্দেশ্যে নিজের ভাষাকে তিনি ছুরি হিসেবে ব্যবহার করেছেন। যা তাঁর কল্পনার আবরণকে ছিঁড়ে ফেলতে সাহায্য করে। নোবেল পুরস্কার পাওয়ার কথা জানার পর অ্যানি বলেছেন এটা এক অসাধারণ সম্মান। এই সম্মান পাওয়ায় তাঁর দায়িত্ব আরও বাড়ল।

আরও পড়ুন-ভারতীয় কাফসিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যু! নিষেধাজ্ঞা জারি করল হু

Latest article