প্রতিবেদন : বাঁকুড়ায় যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আজ আবার জনসংযোগ যাত্রায় ঝড় তুলতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আচমকা সিবিআইয়ের নোটিশ পেয়ে নবজোয়ার (Nobo Jowar Yatra) কর্মসূচি থামিয়ে কলকাতায় ফেরেন অভিষেক। কিন্তু এভাবে যে তাঁকে আটকানো যাবে না তা কলকাতা ফেরার আগে সোনামুখীর রোড শোয়ে জনতার স্রোতে ভাসতে ভাসতে বলে এসেছিলেন। আজ, সোমবার থেকে আরও দশগুণ বেশি জনসমর্থন সঙ্গে নিয়ে শুরু করছেন নবজোয়ার কর্মসূচি। বাঁকুড়া-সহ তামাম জঙ্গলমহল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষায় পথ চেয়ে। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা তো বটেই, জঙ্গলমহলের সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমজনতার এই আবেগ-উচ্ছ্বাস আন্দাজ করেই শনিবার ৯ ঘণ্টা ৪০ মিনিট সিবিআই জেরার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এতদিন নবজোয়ারে (Nobo Jowar Yatra) জনস্রোত দেখে বিজেপির আতঙ্ক হয়েছে। এবার জনপ্লাবন দেখে রাতের ঘুম উড়ে যাবে। ইন্দাস থেকে আজ ফের যাত্রা শুরু। ক্যাম্প ও অধিবেশন বিষ্ণুপুরে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি আটকাতেই যে বিজেপির ষড়যন্ত্র এবং এজেন্সিকে কাজে লাগিয়ে চাপ সৃষ্টি করা তা বাংলার মানুষের কাছে জলের মতো পরিষ্কার। একথা নিজেই জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই আরও দশগুণ উচ্ছ্বাসে, নতুন উদ্যমে বাঁকুড়ার মাটিতে ঝড় তুলতে চলেছেন অভিষেক। লক্ষ্য মানুষের পঞ্চায়েত গড়া। সেই কাজে ২৫ এপ্রিল থেকে বাংলার বুথে বুথে ঘুরছেন অভিষেক। চলছে প্রার্থী নির্বাচনে অভিনব ভোট। এসব দেখেশুনে ভয় পেয়েছে বিজেপি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, অভিষেককে ভয় পায় বিজেপি। তাই নেত্রীর আশীর্বাদ সঙ্গে নিয়ে মাটি কামড়ে রাস্তায় পড়ে আছেন তিনি। মানুষের অভাব-অভিযোগ শুনে সমাধান করছেন। বাংলার মানুষ দু’হাত বাড়িয়ে গ্রহণ করেছেন অভিষেক ও তাঁর অভিনব কর্মসূচিকে।
আরও পড়ুন: দুর্ঘটনার মুখে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা