প্রতিবেদন : অবৈধভাবে মজুত করা কাঁচা পাট উদ্ধারে অভিযানে নামার নির্দেশ দিল রাজ্য সরকার। সম্প্রতি বাজারে কাঁচাপাটের সরবরাহ অস্বাভাবিক হারে কমে এসেছে। এর জেরে উৎপাদন সংকটে পড়েছে রাজ্যের চটকলগুলি।
আরও পড়ুন-Qatar Worldcup: কলম্বিয়াকে হারিয়ে মূলপর্বে ব্রাজিল
সম্প্রতি পাটশিল্পের সমস্যা নিয়ে এক বৈঠকে চটকল মালিকরা এবিষয়ে শ্রমমন্ত্রী বেচারাম মান্নার দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের অভিযোগ, জুট মিলগুলিতে পূর্ণ মাত্রায় উৎপাদনের জন্য যে পরিমাণ কাঁচা পাট পাওয়া প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। এমনকী জুট কমিশনার নির্ধারিত কাঁচা পাটের সর্বোচ্চ দর তো বটেই, তার থেকে বেশি দামেও পাট মিলছে না।
আরও পড়ুন-India Final: হাত ভেঙে ফাইনাল ও ভারতের বিরুদ্ধে নেই কনওয়ে
পাট মজুত না থাকার জন্য রাজ্যের পাটকলগুলি বিরাট সমস্যার সম্মুখীন হয়েছে। এই অবস্থা চলতে থাকলে কেন্দ্রের দেয় পাটের বস্তার বরাতের একটা বড় অংশ হারাতে হবে চটকলগুলিকে। এর জন্য অবৈধ মজুতদারিকেই দায়ী করেছেন মিল মালিকরা। কাঁচা পাটের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার অবৈধ মজুতদার ও কালোবাজারির বিরুদ্ধে সার্বিক অভিযানে নামার নির্দেশ দিল নবান্ন।
এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সরকারের মনোভাব স্পষ্ট করে দিয়ে রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিজি গঙ্গেশ্বর সিংকে এই কড়া নিদান দিয়েছেন।