Qatar Worldcup: কলম্বিয়াকে হারিয়ে মূলপর্বে ব্রাজিল

লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ব্রাজিল।

Must read

রিও ডি জেনিরো, ১২ নভেম্বর : লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ব্রাজিল। শুক্রবার ভোরে নেইমাররা ১-০ গোলে হারিয়েছেন প্রতিপক্ষ কলম্বিয়াকে। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট হল ৩৪। ফলে হাতে ৬ ম্যাচ বাকি রেখেই বিশ্বকাপের মূলপর্বে সেলেকাও বাহিনী। ম্যাচের ৭২ মিনিটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার লুকাস পাকেতা। তাঁকে গোলের পাস বাড়িয়েছিল নেইমার।

আরও পড়ুন-India Final: হাত ভেঙে ফাইনাল ও ভারতের বিরুদ্ধে নেই কনওয়ে

এদিন ব্রাজিলের কোচ তিতে নেইমারের সঙ্গে জুড়ে দেন গ্যাব্রিয়েল জেসুস ও রাফিনাকে। কলম্বিয়ার গা-জোয়ারি ফুটবলের সামনে শুরুতে কিছুটা গুটিয়ে ছিলেন নেইমাররা। বিশেষ করে, দুই মিডফিল্ডার ক্যাসেমির ও ফ্রেড নিজেদের সেরা ফর্মে না থাকায় ব্রাজিলের খেলা দানা বাঁধছিল না।

আরও পড়ুন-হাসানের পিছনে পড়বেন না: আক্রম

বিরতির পর কোচ তিতে ফ্রেডকে তুলে নিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামিয়ে দেন। আর ভিনিসিয়াস দারুণ ফুটবল উপহার দিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। বলের জোগান পেয়ে চেনা ছন্দে ফেরেন নেইমারও। বল পেলেই বিপজ্জনক হয়ে ওঠেন তিনি।

তবে গোলের জন্য ৭২ মিনিট অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। মাঝমাঠ থেকে বল পেয়ে নেইমার দ্রুত গতিতে ঢুকে পড়েন কলম্বিয়ার রক্ষণে। এরপর নিখুঁতভাবে পাস বাড়ান পাকেতাকে। ডান পায়ের টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন পাকেতা। এদিন গোল না পেলেও ভাল খেলেন নেইমার। জাতীয় দলের জার্সিতে ১১৬ ম্যাচে ৭০টি গোলের পাশাপাশি ৫২টি গোল করিয়েছেন তিনি। মানে ১১৬ ম্যাচ খেলে সব মিলিয়ে মোট ১২২টি গোলে অবদান রেখেছেন নেইমার!

Latest article