উত্তরবঙ্গে শ্রদ্ধা বীর বিরসাকে

Must read

ব্যুরো রিপোর্ট : উত্তরবঙ্গ জুড়ে পালন করা হল বিরসা মুন্ডার ১৪৬তম জন্ম জয়ন্তী। পাহাড় থেকে সমতল স্মরণ করল মুন্ডা জনজাতির গরিমাময় ব্যক্তিত্বকে। সোমবার উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় হল বিভিন্ন অনুষ্ঠান। কোথাও রোড রেস, কোথাও ফুটবল প্রতিযোগিতায় উদ্‌যাপন করা হল দিনটি। জনজাতির নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে বিশিষ্টরা বললেন ইতিহাসের কথা। সোমবার সকালে গেন্দ্রাপাড়া চা বাগানের গুদাম লাইন বিরসা জয়ন্তী উদ্‌যাপন কমিটি উদ্যোগে হয় রোড রেস। হলদিবাড়ি চা বাগানের বিরসা চৌক থেকে রেসটি শুরু হয়ে ১০ কিলোমিটার দূরে গেন্দ্রাপাড়া বাগানের বিরসা মুন্ডা চৈকে শেষ হয়। এরপর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন : কেন্দ্রের বঞ্চনা, পাট দিল না চাষিরা

পাশাপাশি বিরসা মুন্ডার জীবনী নিয়েও হয় দীর্ঘ আলোচনা। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও একইভাবে পালন করা হল দিনটি। মালদহের ভাবুক অঞ্চলের অন্য ভাবে পালন করা হয় বিরসা মুন্ডার জন্মদিন। জোহরি ব্লকের মুন্ডা স্মৃতি সংঘের উদ্যোগে হয় ফুটবল প্রতিযোগিতা। যুব সমাজকে খেলাধুলোয় আগ্রহী হওয়ার বার্তা দিয়ে বিশেষ দিনটি পালন করা হয়। ফুটবল খেলার উদ্বোধন করেন পুরাতন মালদরে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ভি তেজা দীপক। চালসায় আদিবাসী নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে পালন করা হয় দিনটি।

Latest article