রাজ্যের পর্যটনের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে বিশেষ ভাবে উৎসাহী সেটা আগেও প্রমাণিত হয়েছে । তাঁর নজর উত্তরবঙ্গ অনেকদিন ধরেই রয়েছে। তিনি ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গের বহু অজানা-অচেনা জায়গা হয়ে উঠেছে পর্যটনস্থল। বৃহস্পতিবার, আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে উত্তরবঙ্গের (North Bengal) পর্যটনের পক্ষে বক্তব্য রাখেন মমতা।
আরও পড়ুন-‘আমার মতো করে উত্তরবঙ্গকে কেউ চেনে না, আমি মানসিকভাবে উত্তরবঙ্গে বাসিন্দা’ বার্তা মুখ্যমন্ত্রীর
কোথাও পাহাড়, কোথাও ঝরনা, কোথাও নদী- উত্তরবঙ্গের ভূপ্রকৃতি সব সময় পর্যটকদের টানে। কিন্তু আগে পরিকাঠামোর উন্নয়ন না হওয়ায় অনেক ধরনের সমস্যা হত পর্যটকদের। কিন্তু সে বিষয়ে এখন জোর দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। ফলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। একই সঙ্গে সড়কপথে আলিপুরদুয়ারের সঙ্গে যুক্ত হবে ভূটান-বাংলাদেশ (Bhutan-Bangladesh)। হাসিমারায় বিমানবন্দর করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কোচবিহারে বিমানবন্দর তৈরি কাজ চালু হয়ে গিয়েছে। সুতরাং সব মিলিয়ে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতির যথেষ্ট উন্নয়ন হয়েছে। ফলে পর্যটক টানতে সেজে উঠেছে উত্তরবঙ্গ। ফলে দার্জিলিং-এর পাশাপাশি জলপাইগুড়ি-কোচবিহার-আলিপুরদুয়ার পর্যটনকেন্দ্র গড়ে উঠুক চান মমতা বন্দ্যোপাধ্যায়।