সংবাদদাতা, শিলিগুড়ি : অসময়ে বৃষ্টি সমস্যায় জেরবার জনজীবন। পার্বত্য এলাকায় দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে গত দু’দিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। একই অবস্থা সমতলেও। তবে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হবে আবহাওয়া। এই বিষয়ে সিকিমের আবহাওয়া দফতরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, বায়ুমণ্ডলের উপরিভাগে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ (North Bengal) ও সিকিমের (Sikkim) উপরে বিরাজ করছে। বৃহস্পতিবারের পরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। ধীরে ধীরে দিল্লি ও কলকাতার তাপমাত্রা বাড়তে থাকবে। কয়েকদিনের লাগাতার বৃষ্টির জন্য সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। পাশাপাশি দার্জিলিংয়ের সান্দাকফুতে রবিবার ফের ব্যাপক তুষারপাত হয়। তুষারপাতের কারণে সাদা বরফের চাদরে ঢেকেছে সান্দাকফুর পার্বত্য এলাকা। সিকিমের ছাঙ্গু সহ বাবামন্দির এলাকায় ব্যাপক তুষারপাত হয়। তুষারপাতের কারণে পর্যটকদের যাতায়াত বন্ধ করেছে প্রশাসন। তবে পশ্চিমি ঝঞ্ঝার কারণেই পাহাড় থেকে সমতল লাগাতার বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের মাধ্যমে। যদিও বৃষ্টিকে উপেক্ষা করেই বহু পর্যটক তুষারপাতের খবর পেয়ে ছুটে যাচ্ছেন পাহাড়ে (North Bengal)। সমতল ও পাহাড়ের বিভিন্ন জায়গায় বৃষ্টি পেয়ে অনেকের মন খারাপ। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হবে। কমবে বৃষ্টির পরিমাণও। বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: পুরীতে বাংলার গেস্ট হাউস, আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী