আর পিছিয়ে নেই উত্তর দিনাজপুর জেলা

বাড়িতে বাড়িতে এসেছে পানীয় জল। হয়েছে ঝকঝকে রাস্তাঘাট, সেতু, স্কুল-কলেজ। প্রায় ছয় লাখ মহিলা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার

Must read

বন্ধ চা-বাগান খুলেছে। বাড়িতে বাড়িতে এসেছে পানীয় জল। হয়েছে ঝকঝকে রাস্তাঘাট, সেতু, স্কুল-কলেজ। প্রায় ছয় লাখ মহিলা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার। মেয়েরা কন্যাশ্রীর দৌলতে স্কুলমুখী। উত্তর দিনাজপুর আমূল বদলে গিয়েছে।
nপরিকাঠামো : উত্তরবঙ্গের এই জেলায় বহু চা-বাগান রয়েছে। যেগুলোর বেশিরভাগই ধুঁকছিল বা বন্ধ ছিল। ২০২৩ সালের এপ্রিলে উত্তরবঙ্গের ৪৩,০০০ ছোট চা-বাগানের অধিকাংশই খোলার উদ্যোগ নেয় রাজ্য সরকার। বিদ্যুৎচালিত তাঁতকে আরও শক্তিশালী করে এবং বস্ত্র উৎপাদন বাড়াতে সরকার রায়গঞ্জে একটি সঙ্ঘবিদ্ধ টেক্সটাইল পার্ক গড়ে তোলা হচ্ছে। ইটাহারে শ্রীমতী নদীর উপর নোরিহাট এবং পরমেশ্বরবাটিতে সেতু নির্মাণ হয়েছে। দুর্লভপুরে পামারি নদীর ওপরে বোর্ড পাইল ব্রিজ তৈরির কাজ শেষ। কচুয়া হাইমাদ্রাসা এলাকাতে গামারি নদীর ওপর অ্যাপ্রোচ রোড এবং ভূগর্ভস্থ পথ নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন-সেতু-সড়ক, শিক্ষা-শিল্পে টেক্কা দিচ্ছে ঝাড়গ্রাম

nজল : উত্তর দিনাজপুরে এখনও পর্যন্ত ১.৩৮ লক্ষ বাড়িতে জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে পানীয় জল পৌঁছে গিয়েছে। ৩৪ কোটি টাকায় রোহিয়া, মানিকপুর, ধনতলা ইত্যাদি এলাকায় পাইপ লাইনে বাড়িতে জল পৌঁছে গিয়েছে। উপকৃত হয়েছেন ৪৮ হাজার মানুষ।
nশিল্প : রায়গঞ্জে একটি সম্মিলিত টেক্সটাইল পার্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
nরাস্তা : জেলায় রাস্তাঘাটের হাল ফিরে গিয়েছে। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় ৩৪১.২ কিলোমিটার সড়কে ১৯৫টি নির্মাণকাজ এবং ১২টি সংস্কারের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোয়ালপোখর, ইসলামপুরেও ৈতরি হয়েছে একাধিক রাস্তা।

আরও পড়ুন-আজ গ্রাম বাংলায় গণতন্ত্রের উৎসব

nসামাজিক প্রকল্প : ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে উত্তর দিনাজপুর জেলার পিডিএস উপভোক্তাদের জন্য চালের জোগান সুনিশ্চিত করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে উপকৃত হয়েছেন জেলার ৫.৮২ লক্ষ মহিলা। ঐক্যশ্রী থেকে লাভবান হয়েছেন ২৩.৩৮ লক্ষ পডুয়া। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন ৬.৯৯ লক্ষ বাসিন্দা, উপকৃতের সংখ্যা কয়েক লাখের বেশি। খাদ্যসাথী থেকে লাভবান ৩০.৭ লক্ষ মানুষ। জাতিগত শংসাপত্র বিলিও হয়েছে প্রচুর। সবমিলিয়ে সংখ্যাটা ৫.৬৬ লক্ষ। জেলার আদিবাসীদের মধ্যে জয় জোহার থেকে লাভবান ৬.৫ হাজার মানুষ। তফসিলি বন্ধু পেয়েছেন ৪৫.৫ হাজার মানুষ। মেয়েরা সবুজসাথী সাইকেলের পাশাপাশি কন্যাশ্রীও পেয়েছে। সংখ্যাটা ৩.১৮ লক্ষ।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী হাসিনার হস্তক্ষেপ, অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের

nদুয়ারে সরকার : এখনও পর্যন্ত উত্তর দিনাজপুরে ছয় দফায় আয়োজিত দুয়ারে সরকারে মোট ২,৮২৪টি শিবির করা হয়েছে। ১,৭৬,২১৭ জন শিবিরে এসেছেন।
nপর্যটন : রায়গঞ্জে পর্যটনকে আরও উন্নত করতে দিনান্তে পর্যটনক্ষেত্রটি সংস্কারের কাজ শুরু হয়েছে ।
nশিক্ষা : নতুন নতুন স্কুল-কলেজ হয়েছে। সেই সঙ্গে হাসপাতালও। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উন্নীত হয়েছে। রায়গঞ্জ কলেজ উন্নীত হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।

Latest article