প্রতিবেদন : অত্যন্ত গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি চালাচ্ছে উত্তর কোরিয়া। সেদেশের প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশেই এক গোপন জায়গায় এই প্রস্তুতি চলছে। এমনটাই আশঙ্কা করছে জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের এক পদস্থ আধিকারিক বলেছেন, গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি চালাচ্ছে উত্তর কোরিয়া। তবে ওই দেশের উপর আমেরিকা সেভাবে নজরদারি চালাতে পারে না। তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও তাঁদের হাতে আসেনি।
আরও পড়ুন-মাদক পাচারের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট
তাৎপর্যপূর্ণভাবে, ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে চিনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস। বিশ্লেষকদের মতে, এবারের দলীয় অধিবেশনে সেনা ও কমিউনিস্ট পার্টির উপর নিজের রাশ আরও মজবুত করতে চলেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সুযোগেই ফের পরমাণু বোমা পরীক্ষা করতে পারে পিয়ংইয়ং। কারণ, কিমের সবচেয়ে বড় সমর্থক হচ্ছেন জিনপিং। উল্লেখ্য, ২০১৭ সালে চিনা কমিউনিস্ট পার্টির অধিবেশনের ঠিক আগেই উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা করেছিল।
আরও পড়ুন-বাংলা ছবির লক্ষ্মীরা
আমেরিকার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের উপদেষ্টা এবং সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের পূর্ব এশিয়া বিভাগের প্রাক্তন প্রধান ক্রিস জনস্টোনের দাবি, ইতিমধ্যেই পরমাণু পরীক্ষা ও অস্ত্র নির্মাণের প্রয়োজনীয় উপাদান যথেষ্ট পরিমাণে সংগ্রহ করেছে কিমের দেশ। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে জাপানের কাছে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে উত্তর কোরিয়া। সঙ্গে সঙ্গে হোক্কাইডোর বাসিন্দাদের বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।