আইসিসিতেই যাচ্ছেন সৌরভ? নতুন বোর্ড সভাপতি হতে পারেন বিনি

বিসিসিআইয়ের নিয়মানুযায়ী ১১ ও ১২ অক্টোবরের মধ্যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে প্রার্থীদের নাম পাঠাতে হবে। মনোনয়নের স্ক্রুটিনি হবে ১৩ অক্টোবর।

Must read

নয়াদিল্লি, ৭ অক্টোবর : হঠাৎই পরবর্তী বোর্ড সভাপতি হিসাবে নাম ভেসে উঠল রজার বিনির। ‘৮৩র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন প্রাক্তন এই অলরাউন্ডার। ১৮ অক্টোবর বোর্ডের নির্বাচন। এজিএমে প্রাক্তন জাতীয় নির্বাচক বিনি কর্নাটকের প্রতিনিধিত্ব করবেন বলে খবর। এতদিন এজিএমে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিত্ব করেছেন সচিব সন্তোষ মেনন। এবার বিনিকে দেখা যাবে।

আরও পড়ুন-উত্তর কোরিয়া গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি চালাচ্ছে, আশঙ্কা আমেরিকার

বিসিসিআইয়ের নিয়মানুযায়ী ১১ ও ১২ অক্টোবরের মধ্যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে প্রার্থীদের নাম পাঠাতে হবে। মনোনয়নের স্ক্রুটিনি হবে ১৩ অক্টোবর। ১৪ অক্টোবর পর্যন্ত নাম প্রত্যাহারের সুযোগ থাকবে। তারপর চূড়ান্ত প্রার্থী-তালিকা প্রকাশিত হবে। তার উপর ভিত্তি করে ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ভোটাভুটি হবে।

আরও পড়ুন-মাদক পাচারের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছিলেন শীর্ষ কর্তারা। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ, রাজীব শুক্ল, অরুণ ধুমল ছাড়াও ছিলেন বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন-সহ অনেকে। সেখানে নাকি সিদ্ধান্ত হয়েছে যে, সৌরভ দ্বিতীয়বারের জন্য সভাপতি পদে লড়বেন না। সভাপতির লড়াইয়ে জয় শাহও নেই। তিনি থেকে যেতে চান সচিব পদেই। প্রশ্ন হল, সৌরভ তাহলে কি করবেন? তিনি আইসিসি চেয়ারম্যান পদে বোর্ডের প্রার্থী হতে পারেন। তবে সবটাই এখনও প্রাথমিক স্তরে ভাবা হয়েছে। এরপর আরও কয়েকটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন-বাংলা ছবির লক্ষ্মীরা

আর যেসব নাম নিয়ে আলোচনা হচ্ছে, তাদের মধ্যে আছেন হরিয়ানার অনিরুদ্ধ চৌধুরি, রাজস্থানের বৈভব গহলৌত, হায়দরাবাদের মহম্মদ আজহারউদ্দিন, সৌরাষ্ট্রের জয়দেব শাহ, বিদর্ভের অদ্বৈত মনোহর, ডিডিসিএ-র রোহন জেটলি। তবে সিএবি থেকে অভিষেক ডালমিয়ার নাম নেই। এজিএমে বঙ্গ ক্রিকেট সংস্থার প্রতিনিধিত্ব করবেন সৌরভ।

Latest article