প্রতিবেদন : দায়িত্ব নিয়েই তিনি বদলে দিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। সাড়ে চার বছর পর ডার্বি জিতেছে লাল-হলুদ। ডুরান্ড কাপের সেমিফাইনালেও উঠেছে। তবুও কার্লেস কুয়াদ্রাতের শরীরী ভাষায় আত্মতুষ্টির বিন্দুমাত্র ছাপ নেই। বরং স্প্যানিশ কোচ বলছেন, আমরা কিন্তু এখনও ট্রফি জিতিনি।
এই পরিস্থিতিতে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United- East Bengal)। নর্থইস্টের স্প্যানিশ কোচ জুয়ান পেদ্রো বেনালি খুব অল্প সময়েই নিজের দলকে গুছিয়ে নিয়েছেন। অপরাজিত থেকে শেষ চারে উঠেছে নর্থইস্ট। কুয়াদ্রাত তাই বলছেন, কোয়ার্টার ফাইনালে গোকুলামের বিরুদ্ধে তীব্র লড়াই করে জিতেছি। সেমিফাইনাল ম্যাচটাও খুব কঠিন। নর্থইস্ট এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। ওদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতার চমৎকার মিশ্রণ রয়েছে। আমাদের জন্য ম্যাচটা তাই চ্যালেঞ্জিং হতে চলেছে।
আরও পড়ুন- এশিয়া কাপে কাল নেপাল-পাকিস্তান
প্রতিপক্ষকে চমক দিতে মঙ্গলবারের ম্যাচে নিজের দলে কিছু পরিবর্তন করতে পারেন কুয়াদ্রাত। সেক্ষেত্রে বোরহা হেরেরার পরিবর্তে শুরু করতে পারেন আরেক স্প্যানিশ মিডিও হোসে আন্তোনিও পারদো। মন্দার দেশাইকেও লেফটব্যাকে শুরু থেকে খেলানোর ভাবনা রয়েছে ইস্টবেঙ্গল কোচের। তবে ক্লেটন সিলভার প্রথম দলে থাকার সম্ভাবনা কম। ব্রাজিলীয় স্ট্রাইকারকে প্রয়োজনে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হবে। যেমনটা আগের দুটো ম্যাচে হয়েছে। একই সঙ্গে কুয়াদ্রাতের লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নেওয়া। যাতে ম্যাচ টাইব্রেকারে না গড়ায়। ডুরান্ডের নিয়ম অনুযায়ী, ৯০ মিনিটের পর ম্যাচ সরাসরা পেনাল্টি শ্যুটআউটে গড়াবে। তবে প্ল্যান বি তৈরি রাখছেন কুয়াদ্রাত। ফুটবলারদের নিয়মিত পেনাল্টি অনুশীলন করাচ্ছেন তিনি।
অন্যদিকে, ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে নর্থইস্ট শিবিরও (NorthEast United- East Bengal)। দলের তরুণ ফরোয়ার্ড পার্থিব গগৈ একটি হ্যাটট্রিক-সহ ইতিমধ্যেই চার গোল করে ফেলেছেন। তবে নর্থইস্টের আসল প্লেয়ার ফরাসি মিডফিল্ডার রোমেন ফিলিপোটোক্স। দলের যাবতীয় আক্রমণের কেন্দুবিন্দু তিনি-ই। কোচ বেনালি বলছেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওগের ঘরের মাঠে খেলব। কিন্তু সেমিফাইনালের সঙ্গে অন্য ম্যাচকে গুলিয়ে ফেললে চলবে না। আমরা উত্তর-পূর্বের প্রতিনিধি হিসেবে খেলছি। সমর্থকদের গর্বিত করতে চাই।