বিজেপি রাজ্যে চরম দলিত নিগ্রহের ছবি

মানবতার লজ্জা!

Must read

প্রতিবেদন: মানবতার লজ্জা! মধ্যযুগীয় বর্বরতায় দলিত নির্যাতন বিজেপি রাজ্যে। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে চলে চরম নির্যাতন। চোর সন্দেহে চার দলিত যুবককে উচিত শিক্ষা দিতে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি। এরপর তাদের গায়ে প্রস্রাব করা হয়। এখানেই শেষ নয়, জুতোয় থুতু ফেলে তা চাটার নিদান দেওয়া হয়। ভয়ঙ্কর ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ডবল ইঞ্জিন সরকার শাসিত মহারাষ্ট্রে (Dalit- Maharashtra)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এর পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় সমালোচনার ঝড় উঠেছে সমাজের সর্বস্তরে।
রবিবার বিষয়টি সামনে এলেও ঘটনাটি ঘটেছিল স্বাধীনতা দিবসের দিনে। মহারাষ্ট্রের (Dalit- Maharashtra) আহমেদনগর জেলার হারেগাঁও-এর বাসিন্দা ওই চার দলিত যুবক। ওই গ্রামে বেশ কিছুদিন ধরে গৃহপালিত পশু ও পাখি চুরির অভিযোগ উঠছিল। এই ঘটনায় দলিত ওই চার যুবককে শুধুমাত্র সন্দেহের বশে বাড়ি থেকে তুলে এনে নগ্ন করে গাছে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর শুরু হয় আরও নির্মম অত্যাচার। দলিত ওই চার যুবক ঘটনার কথা অস্বীকার করায় তাঁদের গায়ে প্রস্রাব করা হয়। এখানেই শেষ নয়, জুতোয় থুতু ফেলে তা চাটানোরও অভিযোগ উঠেছে। এই ঘটনার পরই দ্রুত ন্যায়বিচার চেয়ে গ্রামে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ১৫ অগাস্টের এই ন্যক্কারজনক ঘটনার পরও কোনও ব্যবস্থা নেয়নি মহারাষ্ট্র প্রশাসন। এতে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি সরকারের চরম দলিত-বিরোধী মনোভাব। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশের ভূমিকায় ওঠে নিন্দার ঝড়। চাপের মুখে মূল অভিযুক্তকে ধরতে বাধ্য হয় পুলিশ। যদিও ঘটনার সঙ্গে যুক্ত বাকি পাঁচজনকে এখনও গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন-৩৭০ ধারা খারিজ নিয়ে মত জানানোয় বরখাস্ত অধ্যাপক, অসন্তোষ জানাল সুপ্রিম কোর্ট

Latest article