প্রতিবেদন : দুর্গাপুজো শেষ। বর্ষা বিদায় নিয়েছে তারও আগে। তারপরেও বৃষ্টির বিরাম নেই বঙ্গে। লক্ষ্মী পুজোতে বৃষ্টির হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহ শেষে বৃষ্টি থেমে কলকাতায় শীতের আমেজ আসবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস।
রাজ্য জুড়ে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরে অতিভারী বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি হবে দক্ষিণেও। দমকা হাওয়ার দাপট থাকবে উপকূলেও।
আরও পড়ুন : “নিশীথ কোথায়?” দিনহাটায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ
মৎস্যজীবীদের ও সমুদ্রের মাছ ধরতে যেতে সতর্ক করা হয়েছে। অতিভারী বৃষ্টির সম্ভবনা দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি , কোচবিহার – সহ উত্তরের পাঁচ জেলায়।
তবে, বৃষ্টি থামলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে ২১ অক্টোবর থেকে আকাশ পরিষ্কার হবে। ২২ তারিখ থেকে রাতের তাপমাত্রা নামতে শুরু করবে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। একই সম্ভাবনা উত্তরের পার্বত্য বাদে বাকি জেলায়। ২২ তারিখের পর থেকেই প্রাক শীত বা প্রি-উইন্টার দেখা দেবে কলকাতায়। সুতরাং শীতের আমেজ এই সপ্তাহের শেষ থেকেই উপভোগ করবেন মহানগরবাসী।