প্রতিবেদন : বাঁকুড়াকে বাংলা থেকে ভাগ করতে চেয়েছিল সৌমিত্র খাঁ। তাকেই বিষ্ণুপুরের প্রার্থী করেছে বিজেপি! বৃহস্পতিবার বিষ্ণুপুরের জনসভা থেকে বাংলা বিভাজনকারী বিজেপি তথা সৌমিত্র খাঁকে এভাবেই তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে বড়জোড়ায় সভা করে বিজেপির প্রার্থীকে ধুইয়ে দিয়ে অভিষেক বলেন, দু’বছর আগে ২০২২ সালে নীলাদ্রিশেখর দানা এবং ওন্দার বিধায়ক অমর শাখাকে পাশে নিয়ে সৌমিত্র খাঁ বলেছিল, আমরা বাঁকুড়াকে আলাদা রাজ্য করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি। জঙ্গলমহলকে ভাগ করতে চেয়েছিল ওরা। যে বলেছিল বাংলাকে ভাগ করবে, দেশের প্রধানমন্ত্রী তাকেই আবার প্রার্থী করেছেন! অভিষেক আরও বলেন, ২০১৯ সালে সৌমিত্রকে বাঁকুড়ায় ঢুকতে দেয়নি হাইকোর্ট। বাঁকুড়ায় প্রচার করেছিল সুজাতা আর সৌমিত্র খণ্ডকোষ বিধানসভায় প্রচার করে ৩০ হাজার ভোটে হেরেছিল। আর এবার বিষ্ণুপুরের বিভিন্ন এলাকায় গিয়ে শুধু মিথ্যাচার করছে। যে নিজের সহধর্মিণীকে অপমান করে, যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়, সে কোনওদিনও বাংলার মা-বোনেদের উন্নয়ন করতে পারে? এদিনের সভায় বিজেপি প্রার্থীকে বিঁধে অভিষেকের সংযোজন, সৌমিত্র যতদিন তৃণমূলে ছিল, বিজেপি ১০০ দিনের টাকা, রাস্তার টাকা আটকাতে পারেনি। গরিব মানুষের উন্নয়নের টাকা কেন্দ্রীয় সরকার আটকাতে পারেনি। কিন্তু সে যেই বিজেপির জার্সি পরে বাঁকুড়ায় জিতেছে, সঙ্গে সঙ্গে আবাসের টাকা, ১০০ দিনের কাজের টাকা, জলের টাকা, রাস্তার টাকা সব আটকে যাচ্ছে।
আরও পড়ুন- নির্বাচন কমিশনে দেশ বাঁচাও গণমঞ্চ