সংবাদদাতা, দুর্গাপুর : ‘এজেন্সি নয়, কাজ চাই।’ রবিবার এমনই স্লোগান তুলে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনায় মুখর হয়ে উঠল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এদিন বেনাচিতি সংলগ্ন পাঁচমাথা মোড় এলাকায় আয়োজিত এক পথসভা থেকে নরেন্দ্র মোদি সরকারকে উৎখাতের ডাক দেওয়া হয়। এই পথসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, ‘ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে দেশের যুব সমাজকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলেন। বছরে দু কোটি বেকারের চাকরির সেই প্রতিশ্রুতির কী হল?’ তিনি প্রশ্ন তোলেন, ‘বিদেশে পুঞ্জীভূত কালো টাকা দেশে ফিরিয়ে নিয়ে এসে আপনি প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুরই বা কী হল? আপনি নিজে খাবেন না, কাউকে খেতেও দেবেন না বলে যে বড়াই করেছিলেন, সে প্রতিশ্রুতিও কি আপনি রক্ষা করতে পেরেছেন?’ মন্ত্রী বলেন, ‘মিথ্যার বেসাতি করা এই সরকারটাকে ভোটের মাধ্যমেই ক্ষমতার সিংহাসন থেকে টেনে নামাতে হবে। তার জন্য প্রত্যেককে সঙ্কল্পবদ্ধ হতে হবে।’ তৃণমূলের (Trinamool Congress) বিভিন্ন পদাধিকারীর পাশপাশি শ্রমিকনেতা শৈবাল রায় এক তথ্যসমৃদ্ধ বক্তব্য পেশ করেন এদিনের সভায়।
আরও পড়ুন-শ্যামরূপে দেবীর পুজো হয় জঙ্গলে