নবজাতকের জন্মে মোবাইল চার্জার

Must read

প্রতিবেদন: এ যেন ঠিক থ্রি ইডিয়টস সিনেমার রিমেক। রিল লাইফের ঘটনারই বাস্তব প্রতিফলন। থ্রি ইডিয়টস সিনেমার মুখ্য চরিত্র আমির খান যেমন একক দক্ষতায় নবজাতককে পৃথিবীর আলো দেখিয়েছিলেন, ঠিক তেমনভাবেই পরিস্থিতি বেগতিক বুঝে আশ্চর্যজনক উপায়ে সন্তানের জন্মের সময় সাহায্য করলেন এক বাবা। ফোনের চার্জারের (Phone Charger) সাহায্যেই নিজের ফুটফুটে সন্তানকে জন্মাতে সাহায্য করলেন। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি! সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে আমেরিকায়। বিষয়টি সামনে আসতেই আলোচনার কেন্দ্রে ওই দম্পতি। জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় এক মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী। আচমকাই গাড়িতে মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। এরপরই রাস্তার ধারে গাড়ি থামিয়ে ফোনের চার্জারের (Phone Charger) সাহায্যে ফুটফুটে সন্তানকে পৃথিবীর আলো দেখালেন বাবা।

আরও পড়ুন-রাজদণ্ডের হিরে ফেরত চাইছে দক্ষিণ আফ্রিকা

Latest article