রাজদণ্ডের হিরে ফেরত চাইছে দক্ষিণ আফ্রিকা

Must read

প্রতিবেদন: ব্রিটেনের রাজদণ্ডে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্বচ্ছ হিরে। রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুর পর থেকেই সেই হিরে ফেরত চাইছে দক্ষিণ আফ্রিকা (Diamond- South Africa)। সেদেশের মানুষের দাবি, হিরেটি ফেরত এনে দক্ষিণ আফ্রিকার জাদুঘরে রাখা হোক। প্রতিদিনই হিরে ফিরিয়ে আনার দাবি তোলা মানুষের সংখ্যা বাড়ছে। হিরে ফিরিয়ে আনার এক আবেদনে ইতিমধ্যেই প্রায় ৭ হাজার মানুষ সই করেছেন।

আরও পড়ুন-চিতা-বিতর্ক অব্যাহত, বিরোধী তোপে মোদি

ওই আবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার (Diamond- South Africa) মানুষের বিশ্বাস ওই হিরের প্রকৃত মালিক তাঁরাই। ব্রিটেনের রাজদণ্ডে থাকা হিরেটি দ্য গ্রেট স্টার অব আফ্রিকা বা কুলিনান হিরে নামে পরিচিত। ১৯০৫ সালের ২৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার খনিতে হিরেটি মিলেছিল। খনির তৎকালীন চেয়ারম্যান থমাস কুলিনানের নামানুসারে হিরেটির নামকরণ করা হয়েছিল। পরবর্তী সময়ে হিরেটি দ্য গ্রেট স্টার অব আফ্রিকা নামে পরিচিতি পায়। রাজা সপ্তম এডওয়ার্ডকে জন্মদিনের উপহার হিসেবে হিরেটি ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। কারণ দক্ষিণ আফ্রিকা তখন ব্রিটিশ উপনিবেশের অংশ ছিল। ৩ হাজার ১০৬ ক্যারেট ওজনের হিরেটির দৈর্ঘ্য ছিল ১০.১ সেন্টিমিটার এবং প্রস্থ ৬.৩৫ সেন্টিমিটার। পরে ওই হীরক খণ্ডটিকে ৯টি টুকরো করা হয়। সবচেয়ে বড় টুকরোটির ওজন ৫৩০ ক্যারেট, যা এখন শোভা পাচ্ছে ব্রিটেনের রাজদণ্ডে।

Latest article