চিতা-বিতর্ক অব্যাহত, বিরোধী তোপে মোদি

Must read

নয়াদিল্লি: জন্মদিন কাটতে না কাটতেই বিতর্ক শুরু। কুনো ন্যাশনাল পার্কে চিতা ছাড়ার পর ফটোশ্যুট করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদিকে (Leopard Controversy- Narendra Modi)। ক্যামেরা হাতে প্রধানমন্ত্রী মোদির সেই ছবিও ট্যুইট করা হয় বিজেপির তরফে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২০২১ সালে টিকাকরণ অভিযান, এবারে জঙ্গলে চিতা ছাড়া। দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন যেন এক রাজকীয় মহাযজ্ঞ হয়ে উঠছে। এবার বিরোধীদের নিশানায় মোদির জন্মদিন। তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর জন্মদিনে কোটি কোটি টাকা খরচ করা নিয়ে কটাক্ষ করেছে। অন্যদিকে মোদিকে অস্বাভাবিক রকমের মিথ্যাবাদী বলে তোপ দেগেছে কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার ট্যুইট করেন, মোদির জন্মদিনে কেন বিপুল পরিমাণ সরকারি টাকা খরচ করে একটি বিশাল অনুষ্ঠান করা হবে? গতবার ১০০ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা আর এবারে আফ্রিকার চিতাবাঘ ছাড়া হল জঙ্গলে।

আরও পড়ুন-ভারতের প্রস্তাব রুখতে একজোট চিন ও পাকিস্তান

শনিবার নামিবিয়া থেকে আনা ৮টি চিতাবাঘ (Leopard Controversy- Narendra Modi) মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ছাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জন্মদিন উপলক্ষে এই চিতাগুলি ছাড়া হয়। বিরোধীদের অভিযোগ, চিতা আনার পুরো কৃতিত্ব নিজে নিতে চাইছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের বক্তব্য ইউপিএ সরকারের আমলেই এ-ব্যাপারে চেষ্টা শুরু হয়েছিল। রবিবার ট্যুইটারে একটি চিঠি পোস্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ২০০৯ সালে দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় তিনি ছিলেন বন ও পরিবেশমন্ত্রী। চিঠি পোস্ট করে জয়রাম রমেশ জানিয়েছেন, তাঁর আমলেই ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়াকে একটি চিঠি দিয়ে চিতা আনার রোডম্যাপ তৈরি করতে বলা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এক নির্দেশে তখন ইউপিএ সরকারের সেই চেষ্টা থমকে যায়। আফ্রিকা থেকে চিতা এনে ভারতের জঙ্গলে ছাড়ার সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের সঙ্গে যুক্তরা। তাঁদের দাবি ছিল, এই সিদ্ধান্ত ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের পরিপন্থী। তাই সুপ্রিম কোর্ট ইউপিএ সরকারের পরিকল্পনা খারিজ করে দেয়। ২০১৭ সালে শীর্ষ আদালতে মামলা দায়ের করে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ। তাদের দাবি, একটি বন্য প্রজাতিকে নিয়ে এসে ভারতের জঙ্গলে ছাড়ার বিষয়টি সমর্থন জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তারপরই এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নামিবিয়া থেকে চিতাগুলিকে আনার প্রক্রিয়াটিতে ছিলেন চিতা সংরক্ষণ তহবিলের একজিকিউটিভ ডিরেক্টর লুরি মার্কার। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ৮টি চিতা এসেছে নামিবিয়া থেকে।

Latest article