পুজোর আগেই লক্ষাধিক তাঁতিকে সরকারি পরিচয়পত্র

Must read

সংবাদদাতা, কাটোয়া : উৎসবের মুখে তাঁতিদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার (TMC Government)। পূর্ব বর্ধমান জেলার ১ লাখ ২৪ হাজার তাঁতিকে পরিচয়পত্র দেবে সরকার। পাশাপাশি রাজ্য জুড়ে তন্তুজ-এর মাধ্যমে তাঁতিদের কাছ থেকে সরাসরি তাঁতবস্ত্র সামগ্রী কেনা শুরু হওয়ায় খুশি তাঁতিরা। সরকারি পরিচয়পত্র পাওয়া তাঁতিরা উইভার্স ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক ঋণের সুবিধে পাবেন। রাজ্য সরকারের (TMC Government) ‘তাঁতসাথী’ প্রকল্পে তাঁতযন্ত্র, তাঁতের সরঞ্জাম, তাঁতঘর-সহ উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন তাঁতশিল্পী ও শ্রমিকরা। পূর্ব বর্ধমান জেলার তাঁত অধ্যুষিত ধাত্রীগ্রাম ও শ্রীরামপুরে তাঁতের হাটও বসিয়েছে সরকার। সেখানে এক ছাতার তলায় তাঁতবস্ত্র সামগ্রী সরাসরি বিক্রি ও তাঁত বোনার প্রয়োজনীয় সরঞ্জাম বাজার থেকে কম দরে খরিদ করতে পারছেন তাঁতিরা। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, সেখানে ফি-হাটে গড়ে ২ লাখ টাকার কেনাবেচা হয়। তিনি বলেন, ‘বাম জমানায় খাদের কিনারায় চলে যাওয়া তাঁতশিল্পের পুনরুজ্জীবন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বাম আমলে মুখ থুবড়ে পড়া তন্তুজ আজ একটি লাভজনক সংস্থা। এবারও পুজোর মুখে নানাভাবে তাঁতিদের পাশে দাঁড়াচ্ছে সরকার।’

আরও পড়ুন-ফের মুখ পুড়ল বিজেপির, দিলীপদের পাশে নেই গণেশন, পুলিশি তদন্তের উপর ভরসা রাজ্যপালের

Latest article