Age Of Marriage: আঠারোতে নয় এবার মেয়েদের বিয়ে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় নয়া প্রস্তাব পাশ

মেয়েদের বিয়ের বয়স পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে গত বছর জুন মাসে।

Must read

পুরুষ ও মহিলাদের মধ্যে বিয়ের বয়সের বৈষম্য আপাতত মিটছে। ১৮ থেকে বেড়ে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সসীমা এবার হবে ২১ বছর।

১৮ নয়, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সসীমা হতে চলেছে ২১ বছর। কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Cabinet) এই প্রস্তাব আপাতত পাশ হয়েছে। এবার এই সংক্রান্ত বিল সংসদে পেশ করা হবে। সংসদের দুই কক্ষে পাশ হলেই বিলটি (Bill) আইনে (Law) পরিণত হবে। পুরুষ ও মহিলাদের মধ্যে বিয়ের বয়সের বৈষম্য মেটার সম্ভাবনা এবার দেখা যাচ্ছে ।

আরও পড়ুন-অন্য ওয়ার্ডের কাউন্সিলর, তবু শোভনের অভাব টের পেতে দেননি অভিজিৎ

আইনত ১৮ বছর বয়সে বিয়ে করতে পারেন মেয়েরা। কয়েক দশক ধরে পুরুষদের সঙ্গে মহিলাদের বিয়ের বয়সের এই ব্যবধান রয়েছে। এটা বদলের দাবি উঠছিল বেশ কিছুদিন ধরে। কারণ, বর্তমানে শিক্ষা, কর্মসংস্থান-সহ অনেক ক্ষেত্রেই মহিলারা পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর বিষয়ে আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

আরও পড়ুন-Omicron: ওমিক্রন নিয়ে আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকুন, আশ্বাসবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেয়েদের বিয়ের বয়স পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে গত বছর জুন মাসে। সেই কমিটি রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবেই সায় দিয়েছে। এই বিল আইনে পরিণত হলে, মহিলাদের সামাজিক অবস্থান বদলাতে পারে। করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধের ফলে অনেক ক্ষেত্রেই বেড়েছে স্কুলছুটের সংখ্যা। তার মধ্যে মিলছে নাবালিকাদের বিয়ের খবর। সেই কারণে এবিষয়ে আইনের বদলের থেকে সামাজিক সচেতনতা বেশি প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Latest article