কালিয়াগঞ্জে সিবিআই নয়, বলল হাইকোর্ট

Must read

প্রতিবেদন : কালিয়াগঞ্জে (Kaliganj) মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতে এখনই সিবিআই (CBI) তদন্তের প্রয়োজন নেই, জানিয়ে দিল আদালত। ফলে ওই ঘটনায় রাজ্য সরকার যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল সেই তদন্তই আপাতত চলবে। একই সঙ্গে মৃত্যুঞ্জয় বর্মনের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিও খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার মৃতের পরিবারের আবেদনের শুনানিতে এমনই নির্দেশ দেন বিচারপতি। তবে ওই যুবকের মৃত্যুর দিন ঘটনাস্থলে পুলিশ গুলি চালিয়েছিল সে-কথা আদালতে স্বীকার করে নিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী। আদালতে রাজ্য জানিয়েছে, সেদিন পুলিশকে আক্রমণ করা হয়েছিল। থানায় আগুন লাগানো হয়েছিল। ফলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল। তবে পুলিশের চালানো গুলিতেই মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ বলেই দাবি করেছে রাজ্য। এরপরই সিআইডি তদন্তের পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তও চলবে বলেই বুধবার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এর আগে এক নাবালিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল কালিয়াগঞ্জ (Kaliganj)। বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয় পুলিশ ও থানা। থানায় আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশি চলাকালীনই পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর অভিযোগ তোলে তাঁর পরিবার। পরিবারের অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি। তার দু-দিনের মধ্যে তদন্তকারী এজেন্সি বদলের দাবি জানিয়ে হাইকোর্টে কেন মামলা করা হল, তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। তারপরই পরিবারের দাবি মেনে সিবিআই তদন্তের দাবি খারিজ করে আদালত। ১২ মে মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: অধীর অপেক্ষায় মালদহ, প্রশাসনিক সভার প্রস্তুতি

Latest article