ইঞ্জিনিয়ার নয়, মিস্ত্রিদের দিয়েই নির্মাণ! ক্ষুব্ধ মেয়র

কলকাতা শহরে বেআইনি নির্মাণের এত রমরমা হল কী করে?

Must read

প্রতিবেদন : কলকাতা শহরে বেআইনি নির্মাণের এত রমরমা হল কী করে? গত কয়েকদিনে শহরে পরপর কয়েকটি বহুতল হেলে পড়ায় এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে উঠে এসেছে। তাই এবার মেয়র ফিরহাদ হাকিম সেই প্রশ্নের জবাব স্পষ্ট করলেন। মহানাগরিকের মতে, বহুতল নির্মাণের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই প্ল্যান স্যাংশন করাচ্ছেন না মানুষ। দেখা যাচ্ছে, বিল্ডিং বানানোর আগে প্ল্যান পাশ করানোর জন্য ইঞ্জিনিয়ারদের কাছে না গিয়ে সুনির্দিষ্ট নকশা ছাড়া মিস্ত্রি দিয়ে বাড়ি বানিয়ে নিচ্ছে অসাধু প্রোমোটাররা।
শনিবার এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এলবিএস ইঞ্জিনিয়ারদের কাছে যেতে হবে তো! তাঁদের কাছে না গেলে প্ল্যানটা পাশ করবে কী করে? তাঁদের কাছে গেলে তো তাঁরা দায়িত্ব নেবে যে, কোনও বেআইনি কাজ হবে না! মানুষ তাঁদের কাছে না গিয়ে প্ল্যান ছাড়াই মিস্ত্রি দিয়ে বাড়ি বানিয়ে নিচ্ছেন।

আরও পড়ুন-বিপাকে ইউক্রেন, অন্যদেশকে সহায়তা বন্ধ করলেন ট্রাম্প

ইতিমধ্যেই পুরসভার বিল্ডিং বিভাগকে আরও জোরদার করতে পদক্ষেপ নিয়েছেন মেয়র। ইঞ্জিনিয়ারদের দাবি মেনে পূরণ হয়েছে একাধিক শূন্যপদ। এদিন মহানাগরিক বলেন, বিল্ডিং ডিপার্টমেন্টে আমি সব পদ পূরণ করে দিয়েছি। শীঘ্রই ওদের নিয়ে আমি একটা মিটিংও করব।

Latest article