অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : একটি কারখানায় তৃণমূল কংগ্রেসের একটিই শ্রমিক সংগঠন থাকবে। ইচ্ছা করলেই আইএনটিটিইউসি-র নামে কেউ পৃথক সংগঠন খুলতে পারবেন না। দল সেই সংগঠনকে কোনওভাবেই অনুমোদন দেবে না। দুর্গাপুরের সাগরভাঙা এলাকার একটি বেসরকারি কারখানায় এসে এমনই বার্তা দিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বিজেপির সভায় মারপিট
তিনি বলেন, ‘রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যায়, অনেকেই সদ্য অন্য দল থেকে এসে আইএনটিটিইউসি-র নামে অফিস খুলে বসে যান। সেইসব অনুমোদনহীন সংগঠনগুলি নিজেদের দায়িত্বে কাজকর্ম করবেন। দল তাদের জন্য কোনওভাবেই দায়বদ্ধ থাকবে না।’ স্পষ্টভাষায় এই হুঁশিয়ারি দিয়ে ঋতব্রত বলেন, ‘ঠিকা শ্রমিক নিয়োগের ব্যাপারে সংগঠনের নির্দিষ্ট গাইড লাইন আছে। তা মেনেই ঠিকাশ্রমিক নিয়োগ করতে হবে।
আরও পড়ুন-শুরুতে টোকা নিয়ে আসেন দাদু, এখন নাতি
কোথাও ঠিকাশ্রমিক নিয়োগে অনিয়মের খবর পেলে দল সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।’ বাম আমলে বিভিন্ন কারখানায় নিয়ম-বহির্ভূতভাবে শ্রমিক নিয়োগ হয়েছে বলে জানান তিনি। তৃণমূলের শাসনকালে এই ধরনের অভিযোগ দল বরদাস্ত করবে না বলেও জানান তিনি। কোনও শিল্প কারখানায় অনৈতিক কাজকর্ম হলে তা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বকে জানানোর নির্দেশ দেন ঋতব্রত।