বিজেপির সভায় মারপিট

রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার কালুপুরে একটি লজে বিজেপির কর্মিসম্মেলনে ছিলেন দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

Must read

সংবাদদাতা, বনগাঁ : বিধানসভা ভোটে ভরা়ডুবির পরই বিজেপির ছন্নছাড়া অবস্থা। দল ভাঙছে, বাড়ছে বিক্ষোভ, গোষ্ঠীদ্বন্দ্ব। তথাগত রায়, রূপা গাঙ্গুলির মতো নেতারা তো প্রকাশ্যেই নেতৃত্বের সমালোচনা করছেন। রবিবার বিজেপির গোষ্ঠীকোন্দলের আরেক দৃশ্য দেখা গেল বনগাঁয়। দলের সভাতেই হল মারপিট। পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েতে বিরোধী দলনেত্রীকে বিধায়কের উপস্থিতিতে মারধরের অভিযোগ উঠল বিধায়ক-অনুগামীদের বিরুদ্ধে।

আরও পড়ুন-শুরুতে টোকা নিয়ে আসেন দাদু, এখন নাতি

রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার কালুপুরে একটি লজে বিজেপির কর্মিসম্মেলনে ছিলেন দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। কী অনুষ্ঠান হচ্ছে এবং ফর্ম ফিলাপ করা হচ্ছে কী কারণে, সেটা জানতে গেলে বিধায়ক তাঁদের উপরে ডেকে নিয়ে যান। সেখানে মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ, দীনবন্ধু তরফদার, দেবাংশু রায়-সহ কয়েকজন বিজেপি কর্মী বনগাঁ পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য অর্ণব সুর ও তাঁর স্ত্রী কালুপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী লতিকা সুরকে মারধর করে বলে অভিযোগ। অর্ণব ও লতিকার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। তাঁরা দুজনেই বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসা করান। স্বপন মজুমদার অবশ্য মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

Latest article