প্রতিবেদন: বাজারে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। তাই বর্তমানে শ্রমিকরা যে মজুরি পান তা দিয়ে তাদের সংসার চলে না। শ্রমিকরা কাজ করে সচ্ছলভাবে সংসার চালাতে। শ্রমিকরা যাতে কাজ করে সচ্ছলভাবে সংসার চালাতে পারেন সে জন্য ন্যূনতম বেতন মাসিক ২০ হাজার টাকা করার দাবি তুলল বাংলাদেশের একাধিক শ্রমিক সংগঠন। রবিবার ১ মে ছিল শ্রমিক দিবস। এই দিনটিতেই নিজেদের দাবি দাওয়ার কথা তুলে ধরলেন বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠনের সদস্যরা। এদিন ঢাকায় (Bangladesh, Dhaka) প্রেস ক্লাবের সামনে মে দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে। সংগঠনের নেতারা দাবি করেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসে ২০ হাজার টাকা দিতে হবে। শ্রমিকদের আট ঘণ্টার বেশি কাজ করানো চলবে না। অর্থাৎ শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা অবিলম্বে বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, মানুষ বাঁচার জন্য চাকরি করে, মরণের জন্য নয়। কিন্তু বর্তমানে কর্মক্ষেত্রে কোনও নিরাপত্তা নেই। ছাদ ভেঙে শ্রমিকরা প্রাণ হারান। আগুনে পুড়ে অনেকের মৃত্যু হয়। তাই যেখানে শ্রমিকরা কাজ করবেন সেই জায়গাটিকে নিরাপদ ও সুরক্ষিত করতে হবে।
আরও পড়ুন: যুদ্ধ চলছে, সঙ্গে বাগযুদ্ধও: ইউক্রেন সফরে ন্যান্সি পোলসি, অ্যাঞ্জেলিনা জোলি