কমল মজুমদার জঙ্গিপুর: মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এবং তার আশেপাশের এলাকার ছেলেমেয়েরা ভাল ইংরেজি শিখে চাকরি পেয়ে যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য উদ্যোগী হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। শিগগিরই তাঁর উদ্যোগে জিয়াগঞ্জ সদরঘাট এবং থানা এলাকার মাঝে একটি বেসরকারি নার্সিং কলেজে চালু হতে চলেছে ইংরেজির প্রশিক্ষণ ক্লাস। ইতিমধ্যেই অরিজিৎ এসে দেখে গিয়েছেন ক্লাসঘরগুলো।
আরও পড়ুন-বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যু তাতেও লেগে থাকা স্বদেশি মমত্ব
গত সোমবার অরিজিৎ জিয়াগঞ্জে থাকার সময় হঠাৎ দুপুর দেড়টা নাগাদ ওই নার্সিং কলেজ যান। প্রথমে এটিকে সৌজন্যমূলক সাক্ষাৎ মনে করা হলেও অরিজিৎ ওই কলেজের ৮-৯ ঘরে ইংরেজি প্রশিক্ষণ ক্লাস শুরু করতে চান, যাতে স্থানীয় ছাত্রছাত্রীরা ভালভাবে ইংরেজি শিখতে পারে । ওই নার্সিং কলেজের অন্যতম কর্ণধার তথা জিয়াগঞ্জ-আজিমগঞ্জ প্রাক্তন পুরপ্রধান শঙ্কর মণ্ডল বলেন, ‘অরিজিতের বাবা-মা দুজনেই আমার বন্ধু। আমার শ্বশুরমশাইয়ের কাছে ও ছোটবেলায় গান শিখেছে।
আরও পড়ুন-ডুরান্ডের উদ্বোধনে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, বাড়ছে প্রাইজ মানি
সম্প্রতি অরিজিৎ নার্সিং কলেজ দেখতে এসে জানায় ও ইংরেজি শেখানোর ক্লাস শুরু করতে চায় এখানে। ওর সঙ্গে আলোচনার পরই আমি ঘর বরাদ্দ করেছি। একটি অফিসঘর ও ছেলেমেয়েদের জন্য দুটি পৃথক টয়লেট বরাদ্দ করা হয়েছে।’ কলেজ চলার সময়টুকু বাদ দিয়ে সকাল ৯টা পর্যন্ত এবং বিকেলে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই
ক্লাস হবে।