ডুরান্ডের উদ্বোধনে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, বাড়ছে প্রাইজ মানি

গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টুর্নামেন্টের সূচনা করেছিলেন। এবারও মুখ্যমন্ত্রীর কিক-অফেই শুরু হতে পারে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট।

Must read

প্রতিবেদন : ১৩১তম ডুরান্ড কাপের উদ্বোধন ১৬ অগাস্ট যুবভারতীতে। আর তার আগেই খুশির খবর পৌঁছে গেল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির কাছে। ব্যাপকহারে বাড়তে চলেছে এবারের ‘প্রাইজ মানি’। চ্যাম্পিয়ন দলকে ৬০-৭০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হতে পারে। টাকার অঙ্ক আরও বাড়তে পারে।

আরও পড়ুন-সুরাইয়া তৈয়াবজি, যাঁর হাত ধরে পূর্ণতা পেয়েছিল জাতীয় পতাকা

গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টুর্নামেন্টের সূচনা করেছিলেন। এবারও মুখ্যমন্ত্রীর কিক-অফেই শুরু হতে পারে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। ১৯৮০ সালের ১৬ অগাস্ট ইডেন গার্ডেন্সে বড় ম্যাচের দিনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১৬ জন দর্শক। সেই কথা মাথায় রেখে নিহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে। ইম্ফলের পরিকাঠামোগত সমস্যার কারণে সেখানে অনুষ্ঠেয় সমস্ত ম্যাচ এবার কলকাতাতেই হবে বলে জানিয়েছে ডুরান্ড কর্তাদের তরফে। ১৮ সেপ্টেম্বর ডুরান্ড ফাইনালে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে। তার উপর স্বাধীনতার ৭৫ বছরের উপলক্ষে প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সংগীতও বাজতে পারে বলে জানিয়েছে ডুরান্ড কমিটি।

আরও পড়ুন-নিউইয়র্কে হামলা, ছুরিকাহত রুশদি

ডুরান্ডের অনলাইন টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যায়। কিন্তু ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে অফলাইন টিকিট বিক্রির সুবিধাও রাখছে ডুরান্ড কমিটি। ম্যাচের একদিন আগে ময়দানে তিন প্রধানের তাঁবু থেকে পাওয়া যাবে এই টিকিট। কিশোরভারতী এবং যুবভারতী ক্রীড়াঙ্গন থেকেও পাওয়া যাবে ম্যাচের টিকিট। আর ডার্বি ম্যাচের টিকিট পাওয়া যাবে ২২ অগাস্টের পর থেকে।

Latest article