অফিসে নয় দুয়ারে বিধায়ক আমতায়

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, আমতা : কার্যালয় বা নিজস্ব জনসংযোগের অফিস থেকে নয়, এবার পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলেন আমতার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক সুকান্ত পাল। শনিবার থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মিলিত হয়ে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শুনতে শুরু করলেন তিনি। এদিন বাকসিহাট পঞ্চায়েতের মানকুর ঘাটের কাছে বসে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সুকান্ত। প্রথম দিন প্রায় ১৫০ জন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে বিধায়ককে তাঁদের বক্তব্য জানাতে আসেন। প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। অনেকের বিভিন্ন সমস্যার সমাধানের উপায়ও বলে দেন। এইভাবে প্রত্যন্ত এলাকায় মানুষের (Trinamool Congress) দুয়ারে বিধায়ক পৌঁছে গিয়ে তাঁদের কথা শোনার জন্য গ্রামবাসীরা তাঁর ভূয়সী প্রশংসা করেন। এখন থেকে নিয়ম করেই বিভিন্ন পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি। এর ফলে বিধায়কের কাছে যাওয়ায় জন্য এলাকাবাসীদের তাঁর জনসংযোগ কার্যালয় বা দলীয় অফিসে যেতে হবে না। গ্রামবাসীদের কথা শুনতে তাঁদের দুয়ারেই হাজির হয়ে যাবেন বিধায়ক। এই ব্যাপারে সুকান্ত পাল বলেন, ‘‘মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক রাখতে এবং গ্রামবাসীদের বিভিন্ন সমস্যার আরও দ্রুত সমাধানের লক্ষ্যে বিভিন্ন পঞ্চায়েতে ঘুরে ঘুরে এলাকাবাসীদের কাছে পৌঁছে যাব।”

Latest article