বর্ষবরণের রাতে বৃষ্টি ?

Must read

বর্ষবরণের আনন্দে কি জল (Rainfall) ঢালবে আবহাওয়া? এই নিয়ে আলিপুর আবহাওয়া দফতর অবশ্য আশার বাণী শোনাচ্ছে। দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন কলকাতা-সহ রাজ্যে বৃষ্টিপাতের (Rainfall) কোনও সম্ভাবনা নেই। তবে শহরের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। নতুন করে ঘূর্ণাবর্তের জেরে রাজ্য থেকে উধাও হয়েছে ঠান্ডা। এখন প্রশ্ন কবে ফিরবে শীত। হাওয়া অফিস জানাচ্ছে, বছরের প্রথমদিন থেকে ফের নামতে শুরু করবে তাপমাত্রা। কয়েকদিনে বেশ কয়েক ডিগ্রি নামবে কলকাতা-সহ বিভিন্ন জেলার তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত পড়তে পড়তে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ গড়িয়ে যাবে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে ফের দলিত নির্যাতন, ভাইরাল ভিডিও

Latest article