আমেদাবাদ, ১১ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে তিনি রান পাননি। দক্ষিণ আফ্রিকায় দুটি হাফ সেঞ্চুরি করে এলেও বিরাট-সুলভ দাপট তাঁর ব্যাটে দেখা যায়নি। শেষ সেঞ্চুরি এসেছে ২০১৯-এ। ফলে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে ফ্যানদের দুশ্চিন্তা উত্তরোত্তর বাড়ছে। তবে বিরাট নিয়ে কিছুটা আশ্বস্ত হওয়ার মতো সংবাদ শোনা গেল সুনীল গাভাসকরের মুখে। তিনি বলেছেন, কিং কোহলি বড় রান না পেলেও তাঁর ফর্ম নিয়ে চিন্তা করার কিছু নেই। আসলে কপাল তাঁর সঙ্গে থাকছে না। ব্যাটারদের কিন্তু এই কপাল লাগে।
আরও পড়ুন-পন্থের সঙ্গে গিলির মিল আছে : পন্টিং
সম্প্রচারকারী চ্যানেলে বিরাট নিয়ে প্রশ্নের জবাবে লিটল মাস্টার বলেন, ‘‘সব ব্যাটারেরই একটু কপাল লাগে। এই যেমন খেলতে গিয়ে মিস করল। বল ব্যাটের কানা না ছুঁয়ে চলে গেল। কিংবা বল ব্যাটের কানায় লাগার পর হয় ফিল্ডার ক্যাচ মিস করল, নাহলে তার সামনে পড়ল। ওর ( বিরাট) আসলে শেষ অনেকগুলি ম্যাচে কপাল সঙ্গে ছিল না। কিন্তু ভুলে গেলে চলবে না, বিরাট দক্ষিণ আফ্রিকায় পঞ্চাশ করে এসেছে।”
প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার ইয়ান বিশপ আবার বলেছেন, ক্যারিবিয়ান বোলাররা বিরাটকে বুদ্ধি করে বল করেছেন। বিশেষ করে ওডিন স্মিথ। তিনি আগের ম্যাচে এমন জায়গায় বল করেছিলেন, যাতে বিরাট ড্রাইভ মারতে প্রলুব্ধ হন। কিন্তু বলটা আসলে ফুল লেংথ ছিল না। তাই ড্রাইভ করতে গেলেও জায়গায় পৌঁছতে পারেননি বিরাট।