টুইটে বিজ্ঞপ্তি দিয়ে বিধানসভার অধিবেশন খারিজ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

বিশেষজ্ঞ মহলের মতে, বিধানসভার অধিবেশন ডাকার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি প্রয়োজন ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রয়োজন।

Must read

হঠাৎ করেই নিজের টুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি পোস্ট করে বিধানসভার অধিবেশন স্থগিতের নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এই নির্দেশ এই মুহূর্ত থেকেই কার্যকর বলে জানানো হয়েছে। এদিনের এই বিজ্ঞপ্তিতে রাজ্যপাল লিখেছেন,
“সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ধারা (২) এর উপ-দফা (ক) দ্বারা প্রাপ্ত ক্ষমতা প্রয়োগে করে আমি, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় ১২ ফেব্রুয়ারি, 2022 এতদ্বারা পশ্চিমবঙ্গ বিধানসভা স্থগিত করছি।“

আরও পড়ুন-ফর্ম নয়, কপালই সমস্যা বিরাটের : সানি

এমনিতে এখন বিধানসভার (Assembly) অধিবেশন চলছে না। আগামী মাসে বিধানসভার বাজেট অভিবেশন রয়েছে। তার আগে অধিবেশন ডাকতে গেলে রাজ্যপালের অনুমতি প্রয়োজন হয়। শুধু তাই নয়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি স্যোশাল মিডিয়াতে পোস্ট করেছেন কেন? সে নিয়ে প্রশ্ন উঠেছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Benarjee) জানান, রাজ্যের পরামর্শেই এখন অধিবেশন স্থগিত করেছেন রাজ্যপাল। আবার রাজ্যের পরামর্শেই অধিবেশন শুরুর নির্দেশ দেবেন তিনি। এটা একটি আইনি প্রক্রিয়া। তবে, এত গুরুত্বপূর্ণ নথি তিনি টুইট করলেন কেন? স্পিকারের কথায়, “এটা আমার জানান নেই।“ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, এক্ষেত্রে রাজ্যের সঙ্গে কোনও সংঘাতের ঘটনা ঘটেনি। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। কিন্তু যেকোনও বিষয়ই টুইট করে জানানো ধনকড়ের মুদ্রাদোষ হয়ে গিয়েছে। ওনার জানা নেই, কিছু বিষয়ে গোপনীয়তার প্রয়োজন।

আরও পড়ুন-পন্থের সঙ্গে গিলির মিল আছে : পন্টিং

বিশেষজ্ঞ মহলের মতে, বিধানসভার অধিবেশন ডাকার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি প্রয়োজন ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রয়োজন। তবে, এভাবে রাজ্যের গুরুত্বপূর্ণ নথি টুইট করা নিয়ে সমালোচনা সব মহলে।

 

Latest article