কালীঘাটের বৈঠকে তৃণমূল জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা মমতার

Must read

কালীঘাটের বাড়িতে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূলের (Trinamool Congress) জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসমিতিতে মমতা ছাড়াও রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বাইরিক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, যশোবন্ত সিং, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। পার্থ চট্টোপাধ্যায় জানান, এই কমিটিতে ২০জন সদস্য রয়েছে। তবে, পদাধিকারীদের নাম পরে ঘোষণা করবেন মমতা। এই তালিকা নির্বাচন কমিশনেও জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন – টুইটে বিজ্ঞপ্তি দিয়ে বিধানসভার অধিবেশন খারিজ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

শনিবার, বিকেল সাড়ে ৪টে নাগাদ কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) কালীঘাটের বাড়িতে তৃণমূলের (Trinamool Congress) বিশেষ বৈঠকে যোগ দিতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। এরপর একে একে হাজির হন সুব্রত বক্সি (Subrata Bakshi), মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস (Arup Biswas), সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Benarjee)-সহ শীর্ষ স্থানীয় নেতৃত্ব। ঘণ্টাখানেক চলে বৈঠক।

পার্থ চট্টোপাধ্যায় জানান, বৈঠক থেকে শনিবার চার পুরসভায় শান্তিপূর্ণ ভোটের জন্য ভোটারদের ধন্যবাদ জানানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাকি যে পুরসভা ভোটগ্রহণ আছে সেখানেও শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন জানানো হয়েছে।

Latest article