কাউকে প্রমাণ করার নেই: বিরাট

টেস্ট কেরিয়ারের ২৮তম সেঞ্চুরি করেও নির্লিপ্ত প্রাক্তন ভারত অধিনায়ক। সাফ জানিয়ে দিলেন, কাউকে ভুল প্রমাণ করার জায়গায় তিনি নেই

Must read

আমেদাবাদ, ১৩ মার্চ : দীর্ঘ তিন বছরের অপেক্ষার শেষে আমেদাবাদে টেস্ট সেঞ্চুরির খরা কাটিয়েছেন বিরাট কোহলি। টেস্ট কেরিয়ারের ২৮তম সেঞ্চুরি করেও নির্লিপ্ত প্রাক্তন ভারত অধিনায়ক। সাফ জানিয়ে দিলেন, কাউকে ভুল প্রমাণ করার জায়গায় তিনি নেই।

আরও পড়ুন-মোবাইল ধরবে যন্ত্র

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর বিরাট বললেন, ‘‘আমি এখন সেই জায়গায় নেই যে মাঠে নেমে কাউকে ভুল প্রমাণ করতে হবে। বরং আমাকে অগ্রাধিকার দিতে হবে দলের প্রয়োজনকে। আমি কেন মাঠে আছি? নিজের দায়িত্ব কী? সে সম্পর্কে আমার পরিষ্কার ধারণা থাকা দরকার।’’ যোগ করেন, ‘‘আমার কাছে দলের যে প্রত্যাশা থাকে সেটাকে খুব গুরুত্ব দিই। নাগপুরে প্রথম ইনিংসে আমি ভাল ব্যাট করছিলাম। লম্বা ইনিংস খেলতে চেয়েছিলাম। চেষ্টা সব সময় করি। কিন্তু অতীতের মতো পারফরম্যান্স করতে না পারলে হতাশ লাগে। তবু আমি জানি, যেভাবে খেলতে চাই সেভাবেই পারছি।’’

আরও পড়ুন-বেআইনি হোর্ডিংয়ে কড়া হচ্ছে পুরসভা

বিরাট আরও বলেন, ‘‘যখন ৬০ রানে ব্যাট করছিলাম, ঠিক করি ইতিবাচক ক্রিকেট খেলব। আমরা চোটের কারণে শ্রেয়সকে পেলাম না। ফলে একজন ব্যাটার কমে গেল। তাই ঠিক করি, সময় নিয়ে খেলব। অস্ট্রেলিয়া ভাল ফিল্ড সাজিয়ে বল করেছে। আমরা কিছু লিড নেওয়ার চেষ্টা করি যাতে একটা সুযোগ থাকে।’’

Latest article