প্রতিবেদন : সোমবার আস্থাভোটের আগে একনাথ শিন্ডে শিবির হুইপ জারি করেছিল, শিবসেনার সব বিধায়ককে সরকারের পক্ষে ভোট দিতে হবে। কিন্তু আদিত্য-সহ বেশ কয়েকজন উদ্ধব ঘনিষ্ঠ বিধায়ক সরকারের পক্ষে ভোট দেননি। যাঁরা হুইপ অমান্য করে সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন মঙ্গলবার তাঁদের সকলকেই বিধায়ক পদ বাতিলের নোটিশ পাঠানো হয়েছে। একমাত্র ব্যতিক্রম আদিত্য ঠাকরে।
আরও পড়ুন-গোড়ালির ব্যথায়
তিনি বালাসাহেবের নাতি, এই যুক্তিতে বাদ৷ রাজনৈতিক মহল মনে করছে, উদ্ধব ঠাকরে শিবিরকে আরও চাপে রাখার চেষ্টা করছেন শিন্ডে। তাই যে সমস্ত শিবসেনা বিধায়ক সরকারের পক্ষে ভোট দেননি তাঁদেরকে কার্যত চাপ দিয়ে সরকারের পক্ষে আনার চেষ্টা করছেন। সে কারণেই বিধায়ক পদ খারিজের নোটিশ জারি। উদ্ধব ঘনিষ্ঠদের সরকারের পাশে আনতে শিন্ডে দুটি বিষয়কে হাতিয়ার করেছেন। প্রথমটি হল বিধায়ক পদ খারিজ করে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের নিজের বশে আনার চেষ্টা। দ্বিতীয়টি হল সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওই সমস্ত বিধায়কদের পিছনে লাগিয়ে দেওয়া। বিজেপি পাশে থাকায় যে কাজটা অনেক সহজ হবে। উদ্ধব শিবিরের পক্ষ থেকে নোটিশের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। বরং তারা স্পিকার রাহুল নরবেকরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি, স্পিকারের হুইপ আদৌ বৈধ নয়।