সংবাদদাতা, হাওড়া : হাওড়া কর্পোরেশনের পর এবার বালি পুরসভাও কোনও বাড়িতে বা তার আশপাশের এলাকায় জল জমা দেখলে তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ নিচ্ছে। সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বালি পুরসভার পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডেই এইরকম অভিযান চালিয়ে বাড়ির মালিকদের নোটিশ দিচ্ছে বালি পুরসভা।
আরও পড়ুন-রেলের বন্ধ ভবন ডেঙ্গির আখড়া
ইতিমধ্যেই এইরকম প্রায় ১০০টি শোকজ নোটিশ ধরিয়েছে বালি পুরসভা। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। ৭২ ঘণ্টার মধ্যে শোকজের সন্তোষজনক উত্তর না পেলে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেবে বালি পুরসভা। প্রয়োজনে এক হাজার টাকা করে তাঁদের জরিমানা করা হবে বলেও পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। রোজই বালি পুরসভার আধিকারিকরা স্বাস্থ্য দফতরের কর্মীদের নিয়ে প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন। কোথাও কোনও বাড়িতে খোলা জায়গায় জল জমে রয়েছে কি না তা দেখা হচ্ছে। প্রতিটি বাড়িতে যাচ্ছে পুরসভার ওই টিম। সেখানে গিয়ে কোথাও কোনও জল জমে আছে কি না তা খতিয়ে দেখছেন তাঁরা। সেইসঙ্গে ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতনও করছেন।