বাংলার পানের জিআই, আবেদন কৃষি বিভাগে

Must read

প্রতিবেদন: বাংলার পানের (Betel) জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পেতে এবার আবেদন জমা পড়ল। সিল্যাক অ্যান্ড ফরেস্ট প্রোডাক্টস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল এই স্বীকৃতির জন্য আবেদন জমা করেছে। ‘কৃষি’ বিভাগে এই আবেদন জমা পড়েছে।কোনও একটি নির্দিষ্ট এলাকায় কোনও পণ্য প্রসিদ্ধি লাভ করলে, সেই এলাকার নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে সংশ্লিষ্ট পণ্য। আর সেই স্বীকৃতিকেই জিআই তকমা বলা হয়।
পশ্চিমবঙ্গে প্রায় ৯০০০ হাজার হেক্টর এলাকায় পান (Betel) চাষ করা হয়। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৩২৭০ হাজার হেক্টর, হাওড়া জেলায় প্রায় ২৫০০ হাজার হেক্টর এলাকায় পান চাষ হয়। এছাড়াও হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়ও পানের চাষ হয়। এর একটি বড় অংশ রফতানিও হয়। এর আগে, ওপার বাংলার টাঙ্গাইলের শাড়ি, রাজশাহির মিষ্টি পান পেয়ে গিয়েছে জিআই তকমা। কিন্তু এবার পালা এপার বাংলাও সেই আবেদন করল। ইতিমধ্যেই দার্জিলিং চা, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা, বাংলার রসগোল্লা, জয়নগরের মোয়া, পুরুলিয়া ছৌ মুখোশ, সুন্দরবনের মৌবন মধু পেয়েছে এই জিআই তকমা। এ-রাজ্যের উপকূলবর্তী এলাকা-সহ বেশ কিছু অংশে পানের চাষ হয়, যার একটি অংশ রফতানিও হয়। জিআই তকমা পেলে রপ্তানির হার আরও বাড়বে বলে আশা করছেন পান চাষিরা।

আরও পড়ুন- বেলুড় মঠে শ্রদ্ধা, অগণিত ভক্তের চোখের জলে বিদায়

Latest article