প্রতিবেদন : গেরুয়া রাজনীতির থাবা এবার বিজেপি শাসিত কর্নাটকের শিক্ষাক্ষেত্রেও৷ একাধিক সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীর নাম স্কুলের পাঠ্যসূচি থেকে বাদ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার৷ বস্তুনিষ্ঠ ঐতিহাসিক ব্যাখ্যার চেয়েও প্রাধান্য পেয়েছে সংঘের রাজনীতি ব্যবহার করে ছাত্রছাত্রীদের মগজধোলাইয়ের৷ কয়েকমাস আগেই হিজাব বিতর্কে উত্তাল হয়েছিল কর্নাটক৷ আর এবার পাঠ্যসূচিতে হিন্দুত্ববাদী মতাদর্শের প্রত্যক্ষ অনুপ্রবেশ৷ শিক্ষাক্ষেত্রে হিন্দুত্ববাদী আগ্রাসনের অভিযোগ তুলে সরব হয়েছেন বহু শিক্ষাবিদ৷
আরও পড়ুন-মিশরীয় সভ্যতার স্মৃতিচিহ্ন, সাক্কারা থেকে সন্ধান মিলল ২৫০ কফিনের
কয়েকজন প্রতিবাদী ইতিমধ্যেই একাধিক সরকারি কমিটি থেকে ইস্তফাও দিয়েছেন৷ ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে টিপু সুলতান, বিপ্লবী ভগৎ সিংয়ের অসামান্য অবদান বাদ পড়েছে৷ এমনকী অন্যান্য সমাজ সংস্কারকরাও ব্রাত্য৷ দ্রাবিড় আন্দোলনের সংগঠক পেরিয়ার রামস্বামী নাইকার, লিঙ্গায়েত ধর্মগুরু বাসবন্না, সমাজ সংস্কারক নারায়ণ গুরুর উপরেও কোপ পড়েছে পাঠ্যসূচিতে৷ আর তার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়াড়ের জীবনী৷ এর প্রতিবাদে সরব হয়েছেন কন্নড় সমাজের বিশিষ্টরা৷ মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কাছে পদত্যাগের চিঠি পাঠিয়ে পরিকল্পিত বিভাজনের অভিযোগ তুলেছেন একাধিক সরকারি কমিটির সদস্যরা৷ প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷