প্রতিবেদন : বৃহস্পতিবার খড়্গপুরে (Kharagpur) উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে সাত হাজার সফল শিক্ষার্থীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এর আগে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার সফল পরীক্ষার্থীর হাতেও নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরের লক্ষ্য উত্তরবঙ্গ। সে কথা ঘোষণা করে বৃহস্পতিবার খড়্গপুরের (Kharagpur) মঞ্চ থেকে তিনি বলেন, এবার শিলিগুড়িতে একদিন করে দেব। সবমিলিয়ে পুজোর আগে ৩০ হাজার করে দেবেন বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে তিনি মূলত উত্তরবঙ্গের জেলাগুলির সফল পরীক্ষার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ ও মালদহের সফলদের ভার্চুয়ালি নিয়োগপত্র তুলে দেবেন বলেও জানান।
আরও পড়ুন-আবার শীর্ষে বাংলা, শিক্ষাঙ্গনেও অগ্রগতি অপ্রতিরোধ্য