ভোরবেলা টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিও’‌র একাংশে ভয়াবহ অগ্নিকাণ্ড

এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ধোঁয়া দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তৎপর হন।

Must read

আজ, রবিবার ভোরে আগুন লাগে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিও’‌র একটা অংশে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা টালিগঞ্জ এলাকা। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন এসেছে। আগুন নেভানোর কাজ চলছে। প্রয়োজনে আরও ইঞ্জিন আর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন-ছাত্র-যুবর প্রস্তুতি বৈঠক

এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ধোঁয়া দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তৎপর হন। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এরপর খবর দেন দমকলে এবং স্থানীয় রিজেন্ট পার্ক থানায়। খবর পেয়ে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন-আজ ভার্চুয়াল বৈঠকে নেত্রী

দমকল সূত্রে খবর, রবিরার ভোর সাড়ে ৫টা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিও–তে আগুন লেগে যায়। ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। স্টুডিও এলাকা ঘনবসতিপূর্ণ তাই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। আপাতত হতাহতের কোনও খবর নেই এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বোঝা যায়নি। স্টুডিওতে সেট তৈরির অজস্র জিনিস মজুত রয়েছে। এখানের বেশিরভাগই দাহ্য বস্তু দিয়ে তৈরি। তাই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা একটু বেশি।

Latest article