প্রতিবেদন : প্রায় আট মাস যুদ্ধ চালিয়েও ইউক্রেন বিজয় অধরা রাশিয়ার। শীত আসতে চলেছে। শীতের আগে ইউক্রেনকে বাগে আনতে মরিয়া হয়ে উঠেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, এবার কৃষ্ণসাগরে ইউক্রেনের উপকূলে পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতি চালাচ্ছে ক্রেমলিন। ব্রিটেনের একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পশ্চিমী দুনিয়ার সামনে নিজের সামরিক শক্তি প্রদর্শনের জন্য কৃষ্ণসাগরের গভীরে পরমাণু বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি চালাচ্ছে রাশিয়া।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে বাজির গুদামে বিস্ফোরণে মৃত ৪, জখম ১০
তবে মস্কোর মূল লক্ষ্য হল ইউক্রেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে মস্কোকে হুঁশিয়ারি দিয়েছেন। বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে তবে তার পরিণাম মস্কোর পক্ষে ভাল হবে না। ২৩ সেপ্টেম্বর পুতিন ঘোষণা করেছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারে তাঁরা পিছপা হবেন না। চলতি সপ্তাহের শুরু থেকেই মস্কো ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপক হারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আরও পড়ুন-লিজের ইস্তফা, ৪৫ দিনেই পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
রাশিয়ার এই হামলায় প্রাণ গিয়েছে ইউক্রেনের বহু নিরীহ মানুষের। যার মধ্যে বেশ কয়েকটি শিশুও আছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেশ চলতি সপ্তাহে আমেরিকা সফরে গিয়ে জানিয়েছেন, ইউক্রেনে নতুন করে যুদ্ধ পরিস্থিতির অবনতির সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন করে যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে বুধবার রাতে ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক।